Advertisement
Advertisement

Breaking News

Primary TET

৮২ না ৮৩, টেটের পাশ নম্বর কত? চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাই কোর্টের তৃতীয় বেঞ্চ

সংরক্ষিত আসনে টেট পাশের নম্বর নিয়ে দুই বিচারপতি ভিন্নমত পোষণ করেছিলেন।

Pass mark of TET will be decided by another judge of Calcutta HC

সংরক্ষিত আসনে টেট পাশের নম্বর নিয়ে দুই বিচারপতি ভিন্নমত পোষণ করেছিলেন।

Published by: Paramita Paul
  • Posted:July 20, 2023 11:57 am
  • Updated:July 20, 2023 1:25 pm  

গোবিন্দ রায়: সংরক্ষিত আসনে টেট (Primary TET) পাশের নম্বর নিয়ে দুই বিচারপতির রায়ে ভিন্নমত পোষণ করেছিলেন। এবার সেই মামলা গেল তৃতীয় বেঞ্চে। বিচারপতি সৌগত ভট্টাচার্য একক বেঞ্চ আগামী ১৬ আগস্ট এই মামলার শুনানি করবেন। বৃহস্পতিবার সবপক্ষের আইনজীবীরা ওই এজলাসে গিয়ে মামলাটি দ্রুত শুনানির আবেদন করেন।

১৫০ নম্বরে পরীক্ষা হয়েছিল। টেট পাশের জন্য সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য ৫৫ শতাংশ ধার্য ছিল। সেই অর্থে ৮২.৫ পেলে সংরক্ষিত আসনের প্রার্থীরা পাস করতেন। এনসিটিই-এর নিয়ম অনুযায়ী, পরীক্ষার্থীরা ৮২ নম্বর পেলেই এ ক্ষেত্রে তাঁদের উত্তীর্ণ বলে ধরা হবে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের যুক্তি, ১৫০-এর মধ্যে ৮২ নম্বর আসলে ৫৪.৬৭ শতাংশ। অর্থাৎ, নিয়ম অনুযায়ী ৫৫ শতাংশ হচ্ছে না। ১ নম্বর বেশি হলে তবে তা শতাংশের বিচারে হত ৫৫.৩৪। সে ক্ষেত্রে ৫৫ শতাংশের নিয়ম প্রযোজ্য হত।

Advertisement

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশন! তৃণমূল নেতা-কর্মীদের মারধরে নন্দীগ্রামে ধৃত ভিলেজ পুলিশ-সহ ২]

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল পাশমার্কস ৮২ ধরতে। এলাহাবাদ হাই কোর্টের নির্দেশ ও এনসিটির রিপোর্ট উল্লেখ করে এই রায় দিয়েছিলেন বিচারপতি। বোর্ড সেই সিদ্বান্ত মেনে নেয়। শুরু হয় ইন্টারভিউ-ও। কিন্তু কিছু রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান। তাঁদের বক্তব্য ছিল, ৮২ পেলে পাস করানো যাবে না। মামলায় হয় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্য ডিভিশন বেঞ্চে। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি করলেও রায় নিয়ে দুই বিচারপতি ভিন্নমত পোষণ করেন। এবার সেই মামলা গেল তৃতীয় বিচারপতির কাছে।

[আরও পড়ুন: মণিপুরের বিতর্কিত ভিডিও যেন শেয়ার না হয়, অশান্তি এড়াতে টুইটারকে নির্দেশ কেন্দ্রের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement