সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতার ‘ফুসফুস’ ময়দানকে (Maidan) আরও তরতাজা রাখতে উদ্যোগী হল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ (Paschim Banga Vigyan Mancha)। আচার্য সত্যেন্দ্রনাথ বসু স্মারক বিজ্ঞান ও প্রযুক্তি মেলা কমিটিকে সঙ্গে নিয়ে ময়দানে অনুষ্ঠিত হল বৃক্ষরোপণ কর্মসূচি। চারাগাছ লাগালেন দেবশংকর হালদার-সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বিজ্ঞানী অধ্যাপক তপন মিশ্র ও তপন সাহা, শিক্ষাবিদ অধ্যাপক শ্যামল চক্রবর্তী, অধ্যাপক বিমান বন্দ্যোপাধ্যায় (প্রাক্তন রেজিস্ট্রার, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ও নগর পরিকল্পনাবিদ), উৎপল দত্ত, অচ্যুত চক্রবর্তী, বিপাশা বন্দ্যোপাধ্যায় ( মেট্রোপলিটন গার্লস-এর প্রধান শিক্ষিকা) এবং জেলার বিজ্ঞান সংগঠকরা। কলকাতাকে পরিবেশবান্ধব করে তুলতেই এদিনের অনুষ্ঠানে যোগ দেন সকলে। একের পর এক দুর্যোগ পরিবেশের অনেকটাই ক্ষতি করেছে। খাস কলকাতার প্রচুর শতাব্দী প্রাচীন গাছ ভেঙে পড়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন সকলেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.