Advertisement
Advertisement

Breaking News

CBI

নিয়োগ দুর্নীতি মামলা: OMR নষ্টের অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার আরও ১

দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি।

Partha Sen arrested in Recruitment scam | Sangbad Pratidin

ছবি: প্রতীকী।

Published by: Tiyasha Sarkar
  • Posted:October 16, 2023 3:22 pm
  • Updated:October 16, 2023 5:36 pm  

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার পার্থ সেন। ওএমআর শিট নষ্টের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন ধৃত ব্যক্তি।

নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে দীর্ঘদিন ধরে তোলপাড় রাজ্য-রাজনীতি। গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রশাসনের শীর্ষস্থানীয় একাধিক ব্যক্তি। দুর্নীতির শিকড়ে পৌঁছতে মরিয়া কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ক্রমাগত প্রকাশ্যে আসছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। বেশ কিছুদিন আগেই সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছিল, ওএমআর শিট বিকৃত করা হয়েছে। তার জন্য কমিটি তৈরি করা হয়েছিল বলেও আদালতে দাবি করেছিল সিবিআই। 

Advertisement

[আরও পড়ুন: স্মৃতিতে বাবা, ভারচুয়ালি নিজের এলাকার পুজো উদ্বোধনে নস্টালজিক মুখ্যমন্ত্রী]

এবার ওএমআর শিট নষ্ট করার ঘটনায় জড়িত সন্দেহে বসু রায় কোম্পানির পার্থ সেনকে গ্রেপ্তার করল সিবিআই। দীর্ঘদিন ধরেই সিবিআইয়ের নজরে ছিলেন পার্থ। তাঁর বাড়িতে তল্লাশিও চালানো হয়েছিল। এবার গ্রেপ্তার করা হল তাঁকে। 

[আরও পড়ুন: এবার পুজোর ডিউটিতে পুলিশের মোবাইল ব্যবহারে রাশ, সঙ্গে রাখা যাবে না ব্যাগও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement