সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরও একমাস পিছিয়ে গেল রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আবেদনের শুনানি। আগামী ৯ অক্টোবর কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আরজির শুনানি হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে ২০২২ সালের জুলাই মাসে গ্রেপ্তার করেছিল ইডি। ২৩ জুলাই রাতে গ্রেপ্তার হন তিনি। তারপর প্রায় ১৩ মাস জেলবন্দি পার্থ। জামিনের আশায় বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলারই শুনানি ছিল বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে। মামলাটি শুনানির জন্য ওঠার পরেই ইডি শুনানির তারিখ পিছিয়ে দেওয়ার আবেদন করে বিচারপতির কাছে। আদালত সেই আবেদনে সাড়াও দেয়।
সম্প্রতি কলকাতা হাই কোর্টে জামিনে মুক্তি পেয়েছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) স্ত্রী। তারপরই জামিনের আরজি নিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু জামিনের শুনানির জন্য আরও একমাস অপেক্ষা করতে হবে তাঁকে। গতবছর জুলাইয়ে গ্রেপ্তার হওয়ার পর এর আগেও একাধিকবার জামিনের আরজি জানিয়েছেন তিনি। কিন্তু তা বারবার খারিজ হয়ে গিয়েছে।
বুধবার বিচারপতি জানিয়ে দেন আগামী ৯ অক্টোবর শুনানি হবে পার্থর জামিনের মামলার। ততদিন প্রেসিডেন্সি জেলেই আপাতত থাকতে হবে পার্থকে। গতবার পুজো তাঁর কেটেছে জেলে। এবার পুজোর দিন দশেক আগে জামিনের আবেদনের শুনানি। সেদিন জামিন না পেলে এবারের পুজোটাও হয়তো জেলেই কাটাতে হবে পার্থকে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.