অর্ণব আইচ: ভারচুয়াল নয়, সশরীরে আদালতে হাজিরা দিতে চান পার্থ চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার আদালতে এমনটাই জানালেন তিনি। শুনানি শেষে ধৃতকে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল বৃহস্পতিবার। তবে এদিন সকাল থেকে আবহাওয়া বেশ খারাপ। সেই কারণে জেল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে ভারচুয়ালি আদালতে পেশ করার আবেদন করা হয়। লক আপ থেকেই হাজিরা দেন পার্থ চট্টোপাধ্যায়। শুনানি চলাকালীন পার্থ বলেন, “আমি আদালতে এসেছি। এসে চুপচাপ বসেই আছি।” বিচারক বলেন, “আপনি কী আসতে চাইছেন? আপনি যদি ফিজিক্যালি হাজিরা চান তাহলে আমি জেলের আবেদন খারিজ করতে পারি। না হলে আমি জেলের আবেদন মেনে নিচ্ছি।”
সেখানেই পার্থ চট্টোপাধ্যায় বলেন, তিনি সশরীরে আদালতে আসতে চান। এর পর বিচারক আবারও প্রশ্ন করেন, এই শারীরিক পরিস্থিতিতে তিনি আদৌ আদালতে আসতে পারবেন কি না। ফের সম্মতি জানান পার্থ চট্টোপাধ্যায়। এর পরই বিচারক জানিয়েছেন পরবর্তী শুনানির দিন আদালতে আসবেন পার্থ চট্টোপাধ্যায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.