Advertisement
Advertisement

Breaking News

Partha Chatterjee

‘বিনা বিচারে আটকে আছি, বন্দিমুক্তি কমিটি কোথায়?’, সুজাত ভদ্রকে সরাসরি প্রশ্ন পার্থর

বন্দিমুক্তি কমিটির এ বিষয়ে কিছুই করার নেই বলে পালটা জানান সুজাত ভদ্র। 

Partha Chatterjee slams committee, says he has been detained without justice । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 24, 2023 12:23 pm
  • Updated:July 24, 2023 1:17 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পার্থ-অর্পিতার গ্রেপ্তারির পর কেটে গিয়েছে একবছর। দিনের পর শুনানি চললেও জামিন পাননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। তাতে রীতিমতো বিরক্ত পার্থ চট্টোপাধ্যায়। সোমবার আলিপুর আদালতে যাওয়ার পথে ফের বিচারব্যবস্থার বিরুদ্ধে সরব শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ। তাঁর নিশানায় মানবাধিকার কর্মী সুজাত ভদ্রর বন্দিমুক্তি কমিটিও। 

সোমবার বেলা বারোটা নাগাদ আলিপুর আদালতে পৌঁছন পার্থ। সাংবাদিকদের সামনে কার্যত ক্ষোভে ফেটে পড়েন পার্থ। তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন নিয়োগ দুর্নীতি বৃহত্তর ষড়যন্ত্র বলে বারবার দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তা নিয়ে কী মত পার্থর? জবাবে তিনি বলেন, “কে কী বলল কিছু এসে গেল না। এটুকু বুঝেছি আমাকে জোর করে বিনা বিচারে এখানে আটকে রাখা হয়েছে।” এরপর সরাসরি মানবাধিকার কর্মী সুজাত ভদ্রর নাম উল্লেখ করেন। বলেন, “সুজাত ভদ্রকে জিজ্ঞাসা করবেন যাঁরা বন্দিমুক্তি নিয়ে আন্দোলন করেছিলেন তাঁরা কোথায়? এখন বন্দিমুক্তি কমিটি কোথায়?”

Advertisement

[আরও পড়ুন: ‘বেবি রানাউত আসছে…’, শাড়ি-গয়নায় সেজে সুখবর দিলেন কঙ্গনা! শুভেচ্ছা অনুপম খেরের]

পালটা পার্থকে কড়া জবাব দেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র। তাঁর মতে, বন্দিমুক্ত কমিটি সাধারণ রাজনৈতিক বন্দিদের নিয়ে কাজ করে থাকে। তাঁরা জেলে বন্দি থাকাকালীন ঠিকমতো সুযোগ সুবিধা পাচ্ছেন কিনা, তা দেখে ওই কমিটি। আর পার্থ চট্টোপাধ্যায় রাজনৈতিক বন্দি নন। সেক্ষেত্রে তাঁর ভরসা একমাত্র আইন। আদালত যা সিদ্ধান্ত নেবে, তা হবে। তাই বন্দিমুক্তি কমিটির দিকে আঙুল তোলার কোনও কারণ নেই বলেই মত সুজাতবাবুর।
দেখুন ভিডিও:

[আরও পড়ুন: নিত্যদিন দেরি করে লোকাল ট্রেন, প্রতিবাদে অফিস টাইমে খড়গপুর শাখায় রেল অবরোধ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement