Advertisement
Advertisement

Breaking News

Partha Chatterjee Ring Case

পার্থর আংটি কাণ্ডে প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় অভিযোগ

এদিকে, পিছল পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের মামলা।

Partha Chatterjee Ring Case: DIG prison lodged a complain against superintendent of Presidency Jail । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 1, 2023 1:36 pm
  • Updated:July 1, 2023 1:47 pm  

অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের আংটি কাণ্ডে পদক্ষেপ কারাদপ্তরের। এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে হেস্টিংস থানায় দায়ের অভিযোগ। এদিকে, পিছল পার্থ চট্টোপাধ্যায় ও কুন্তল ঘোষের জামিনের মামলা। আগামী ১৫ জুলাই কুন্তল এবং ২০ জুলাই পার্থর জামিন মামলার শুনানি।

গত এপ্রিল মাসে ইডি’র আইনজীবী জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের হাতে আংটি থাকার বিষয়টি বিচারককে জানান। তিনি আদালতে জানান, “জেলের নিয়মানুযায়ী সংশোধনাগারে থাকা কোনও বন্দি অলংকার পরতে পারেন না। তা সত্ত্বেও পার্থ চট্টোপাধ্যায়ের দু’টি হাতেই আংটি। নিয়মভঙ্গ করে পার্থ প্রমাণ করেছেন তিনি ঠিক কতটা প্রভাবশালী।” জেলবন্দি পার্থর হাতে কীভাবে আংটি, তা জানতে প্রেসিডেন্সি জেল সুপারকে তলব করেন বিচারক।

Advertisement

[আরও পড়ুন: প্যান-আধার সংযুক্তিকরণের মেয়াদ শেষ, এবার উপায়? সাহায্যের হাত বাড়াল আয়কর বিভাগ]

এবার প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন কারাদপ্তরের ডিআইজি। তবে আদালতে আইনজীবী দাবি করেন, পার্থ চট্টোপাধ্যায়ের আংটি খোলার চেষ্টা করা হয়। কিন্তু জোর করে আংটি খুললে ক্ষতি হতে পারত। আইজি কারার রিপোর্ট অনুযায়ী জেল সুপারের কোনও গাফিলতি পাওয়া যায়নি।

[আরও পড়ুন: ভোটে কাজ করতে হবে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদেরও, নির্দেশ বিচারপতি সিনহার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement