Advertisement
Advertisement

Breaking News

রাজ্যপাল-শিক্ষামন্ত্রী আলোচনা

সংঘাত সরিয়ে রাজভবনে শিক্ষামন্ত্রী, রাজ্যের শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনা

রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর দীর্ঘ আলোচনা।

Partha Chatterjee responses to Governor and meets him at Rajbhaban
Published by: Sucheta Sengupta
  • Posted:December 31, 2019 2:46 pm
  • Updated:December 31, 2019 2:46 pm  

দীপঙ্কর মণ্ডল: দ্বন্দ্ব-সংঘাত, চিঠি চালাচালি, টুইটযুদ্ধ হয়েছে বিস্তর। এবার সেসব সরিয়ে রেখে বছরের শেষদিনে রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনায় বসলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে রাজভবনে গিয়েছেন তিনি। রাজ্যের শিক্ষাব্যবস্থায় রাজনীতির প্রবেশ নিয়ে এর আগে আপত্তি জানিয়েছিলেন রাজ্যপাল। এ নিয়ে আলোচনার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন জগদীপ ধনকড়। মুখ্যমন্ত্রী তাঁকে জানিয়েছিলেন যে শিক্ষামন্ত্রীই এই আলোচনার জন্য যথাযথ। তাই রাজ্যপালের সঙ্গে শিক্ষা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন পার্থ চট্টোপাধ্যায়। সেইমতো আজ তিনি রাজভবনে গিয়েছেন। কী আলোচনা হয় উভয়ের মধ্যে, সেদিকে নজর সবমহলের।

রাজ্যের শিক্ষা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের সঙ্গে প্রশাসনের সংঘাত তৈরি হয়েছিল। সম্প্রতি সমাবর্তন ঘিরে নজিরবিহীন ঘটনার সাক্ষী হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তারও আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে আচার্য জগদীপ ধনকড়ের প্রবেশ নিয়েও একপ্রস্থ ঝঞ্ঝাট হয়েছিল। এসবের পর চূড়ান্ত অপমানিত বোধ করেন রাজ্যপাল। টুইটারে নিজের অনুভূতিও প্রকাশ করেন। তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রত্যাখ্যাত হয়ে তাঁকে ফিরতে হওয়ার পরই কার্যত এর বিহিত চেয়ে ধনকড় চিঠি লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ২৫ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সুবিধামতো সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা করতে চান। মুখ্যমন্ত্রী একদিনের মধ্যে তাঁকে জবাব দিয়ে জানান, বিষয়টি নিয়ে শিক্ষামন্ত্রী তাঁর সঙ্গে আলোচনায় বসবেন।

Advertisement

[আরও পড়ুন: জট কাটার ইঙ্গিত আনন্দলোক হাসপাতালে, প্রত্যাহার হতে পারে লক আউট নোটিস]

এরপর শিক্ষামন্ত্রী নিজে চিঠি লিখে ধনকড়কে জানান, শিক্ষা দপ্তর বিশ্ববিদ্যালয়ের সব কাজে খুব একটা হস্তক্ষেপ করতে পারে না। কারণ, বিশ্ববিদ্যালয়গুলি স্বশাসিত প্রতিষ্ঠান। রবিবার রাজ্যপালকে ট্যাগ করে সেই চিঠি টুইটারে প্রকাশ করে দেন শিক্ষামন্ত্রী। পালটা জবাব দেন আচার্য জগদীপ ধনকড়ও।এ নিয়ে রাজ্যপাল-শিক্ষামন্ত্রীর টুইটযুদ্ধও বেশ জমে ওঠে। তবে এসব জট কাটিয়ে শেষপর্যন্ত রাজ্যপালের সঙ্গে আলোচনার টেবিলে বসলেন পার্থ চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন: বর্ষবরণের জন্য প্রস্তুত শীতের কলকাতা, চিড়িয়াখানা-ইকো পার্কে উপচে পড়া ভিড়]

এদিকে, আজ সকালেই রাজভবনের ঐতিহ্যবাহী লাইব্রেরিতে গিয়েছিলেন রাজ্যপাল।  সেখানে বসে তিনি রাজ্যবাসীর উদ্দেশে নতুন বছরের শুভেচ্ছাবার্তা লেখেন। প্রসঙ্গত, এই চেয়ারটিতে বসেই লর্ড কার্জন বঙ্গভঙ্গের জন্য সই করেছিলেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement