সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জেলে বসে মুখ্যমন্ত্রীর সঙ্গে নিয়মিত কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়! এমনই বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার সরাসরি তা নিয়ে প্রশ্ন করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। জবাবে তিনি বললেন, “পাগলে কি না বলে, ছাগলে কি না খায়!”
সম্প্রতি জেলের পরিকাঠামো নিয়ে বিস্ফোরক দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেছিলেন, জেলে বসেই অপরাধীরা অপরাধ জগতের সঙ্গে যোগাযোগ রাখছে। সেই সময়ই শুভেন্দু বলেছিলেন, পার্থ চট্টোপাধ্যায় নাকি জেলে বসেই নিয়মিত যোগাযোগ রাখছেন, কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেই কারণেই নাকি পার্থ জেলে বসেও পছন্দের খাবার পান বলে দাবি করেন তিনি। মঙ্গলবার এই নিয়েই প্রশ্ন করা হয় পার্থ চট্টোাধ্যায়কে। অভিযোগ রীতিমতো ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি।
উল্লেখ্য, ২০২২ সালের ২২ জুলাই পার্থের বাড়িতে ম্যারাথন তল্লাশির পর গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। শিক্ষামন্ত্রী থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তিনি জড়িয়ে পড়েন বলেই অভিযোগ ওঠে। গ্রেপ্তার হওয়ার ১৩ মাস পর কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেন পার্থ। কিন্তু লাভ হয়নি। পরবর্তীতে গত অক্টোবরে জামিনের জন্য শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। ইডির মামলায় ইতিমধ্যেই শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন পার্থ। কিন্তু শর্তপূরণ না হওয়ায় জামিনের নির্দেশ বলবৎ হয়নি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.