ছবি: প্রতীকী
অর্ণব আইচ: বিচার পদ্ধতি, জেলের চিকিৎসা নিয়ে একাধিকবার উষ্মাপ্রকাশ করেছেন নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়। এবার চিকিৎসার জন্য বিচারকের কাছে আরজি জানালেন প্রাক্তন মন্ত্রী। বললেন, “একজন আক্রান্ত হওয়ার ১০ দিন পর চিকিৎসা পাবেন, দেখুন একটু। মরে গেলে আর কী বিচার করবেন?” সহযোগিতার আশ্বাসও দিলেন বিচারক।
মঙ্গলবার আদালতে পেশ করা হলেও পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) জামিনের আরজি করেননি তাঁর আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার কথা তুলে ধরে তিনি বলেন, “ভারাক্রান্ত মন নিয়ে মেডিক্যাল পিটিশন করছি। পা ফুলছে। কোর্ট নির্দেশ দিলে একজন ভিজিট করবেন। কিন্তু ঠিক মতো চিকিৎসা হয় না। অসুস্থ মানুষ, দীর্ঘ সময় ধরে তদন্তের মুখোমুখি হচ্ছেন। কিন্তু বিনা বিচারে রয়েছেন। চিকিৎসা পাচ্ছেন না।” কোর্ট চত্বরে পার্থ চট্টোপাধ্যায়কে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করার অভিযোগও জানান তিনি। আইনজীবীর দাবি এর নেপথ্যে নির্দিষ্ট একটি গোষ্ঠী।
এদিন বিচারককে পার্থ চট্টোপাধ্যায় বলেন, “স্যার আপনি বিচার করুন।” পরক্ষণেই পার্থ বলেন, “আর বিচার চাই না। ৩০০ দিন হয়ে গিয়েছে। কী বিচার হচ্ছে বুঝেছি। আপনি আমার চিকিৎসার ব্যবস্থা করুন। পাঁচবার যে জায়গা থেকে জিতেছি, তারা কি আমায় চোর মনে করে? অনেক দুঃখ আছে, কোথাও এক্সপ্রেস করা জায়গা নেই। আমার পা ফুলে গিয়েছে। সেটা কি কোথাও লেখা হয়? সিবিআইয়ের তদন্তকারী অফিসার আমার চিকিৎসার জন্য ব্যবস্থা করেছিলেন। স্যার বিচারটা একটু তাড়াতাড়ি করুন। মরার আগে যেন দেখে যেতে পারি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.