Advertisement
Advertisement

Breaking News

Baghajatin

খাস কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতল! তুমুল আতঙ্ক বাঘাযতীনে

খবর পেয়ে ঘটনাস্থলে পুরসভার বিল্ডিং বিভাগের লোকজন পৌঁছে গিয়েছেন।

Part of Multi Storied building collapsed in Baghajatin

খাস কলকাতায় ফের ভেঙে পড়ল বহুতল। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 14, 2025 3:38 pm
  • Updated:January 14, 2025 4:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খাস কলকাতায় ফের ভাঙল বহুতল! মঙ্গলবার দুপুরে কলকাতা পুরসভার ৯৯ ওয়ার্ড বাঘাযতীন চত্বরে বিদ্যাসাগরের কলোনির একটি আবাসন হেলে পড়ল। নিচের তলাটি কার্যত চুরমার হয়ে গিয়েছে। তবে আপাতত হতাহতের কোনও খবর নেই। অভিযোগ, আবাসনে মেরামতি কাজ চলছিল। তখনই বিপত্তি। খবর পেয়ে ঘটনাস্থলে পুরসভার বিল্ডিং বিভাগের লোকজন পৌঁছে গিয়েছেন। রয়েছেন কাউন্সিলর মিতালি বন্দ্যোপাধ্যায়। বাড়ির মালিকের বিরুদ্ধে এফআইআর করবে পুরসভা। 

 

Advertisement

 

কলকাতা পুরসভা সূত্রে খবর, কয়েক বছর আগে তৈরি হয়েছিল বহুতলটি। কিছুদিন আগে সেখানে ফাটল দেখা দেয়। খবর দেওয়া হয় ফ্ল্যাটের প্রোমোটারকে। তিনি মেরামতের আশ্বাস দেন। এদিকে ফাটল দেখা দেওয়ার পরই কিছু বাসিন্দাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। এদিকে হাইড্রোলিক জ্যাক দিয়ে আবাসনটি উঁচু করার কাজ চলছিল। মেরামতির কাজে কাউন্সিলরের অনুমতি ছিল না বলেই খবর। মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতেও বলেছিলেন তিনি। তারপরেও কাজ চলছিল বলে অভিযোগ। এর মাঝেই মঙ্গলবার হেলে পড়ল বাড়িটি। এ প্রসঙ্গে কাউন্সিলর মিতালী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “আমি খবর পেয়ে এসেছি। বাড়িটিতে যখন মেরামতির কাজ চলছিল, আমি মিস্ত্রিদের কাজ বন্ধ রাখতে বলেছিলাম। আমার অফিসে এসে অনুমতি নিতে বলেছিলাম। এর মধ্যেই আবাসনটি হেলে পড়ল।”

 

 

পুরসভা ইতিমধ্যে আটকে পড়া বাসিন্দাদের সরিয়ে নিয়ে গিয়েছে। এদিকে বাড়ির মালিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে চলেছে তারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে চারতলা বিল্ডিং তৈরি করা হয়েছে। যা নিয়ে প্রশ্ন উঠছে। এ প্রসঙ্গে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “পুরনো বাড়িগুলির প্ল্যান খতিয়ে দেখা হচ্ছে। এদিন আবাসনটিতে কেউ ছিল না। কোনও হতাহত হয়নি, এটাই সৌভাগ্য।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement