Advertisement
Advertisement

Breaking News

Anisur Rahaman

বিচার প্রক্রিয়ায় প্রভাব পড়ার আশঙ্কা, পাঁশকুড়া খুনে অভিযুক্ত আনিসুর রহমানের প্যারোল খারিজ

অবিলম্বে তাকে জেলে ফিরতে হবে বলেও জানান বিচারপতি। 

Parole plea of Anisur Rahaman rejected in Calcutta HC । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 7, 2023 12:28 pm
  • Updated:July 7, 2023 1:41 pm  

গোবিন্দ রায়: পাঁশকুড়া খুনে অভিযুক্ত আনিসুর রহমানের প্যারোল খারিজ করল কলকাতা হাই কোর্টের। বিচারপতি জয় সেনগুপ্ত শুক্রবার এই নির্দেশ জারি করেন। অবিলম্বে তাকে জেলে ফিরতে হবে বলেও জানান তিনি। 

সম্প্রতি মায়ের অসুস্থতার জন্য প্যারোলে মুক্তি পান আনিসুর। তার প্যারোলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে জরুরি ভিত্তিতে মামলা করে নিহত কুরবান শাহের পরিবার। অভিযুক্তের বিরুদ্ধে ৩৬টি মামলা ঝুলছে। কলকাতা হাই কোর্টে পাঁচবার ও সুপ্রিম কোর্টে একবার তাঁর জামিনের আবেদন খারিজ হয়ে যায়। ৫ জুলাই থেকে কুরবান শাহ হত্যা মামলার বিচারপর্ব শুরু হয়েছে। এর আগে প্যারোলে মুক্তি পেলে সেক্ষেত্রে কী বিচারপক্রিয়া প্রভাবিত হবে না, তা নিয়েও প্রশ্ন তোলে আদালত।

Advertisement

[আরও পড়ুন: বুথে একজন জওয়ান থাকলে প্রাণহানির আশঙ্কা! ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে জটিলতা]

উল্লেখ্য, পাঁশকুড়ার খুনে অভিযুক্ত আনিসুর রহমানকে কোন প্রেক্ষিতে প্যারোল দেওয়া হয়েছে, সেই ব্যাপারে নিজেদের বক্তব্য হলফনামা আকারে হাই কোর্টে জমা দেয় কারাদপ্তর। আনিসুরের আইনজীবী জানান, তাঁর মক্কেলের মায়ের অসুস্থতার কারণে প্যারোল দেওয়ার ক্ষেত্রে কারাদপ্তর বিধি মেনে কাজ করেছে। যদিও আদালত জানিয়ে দেয়, প্যারোল দেওয়ার কারণ যুক্তিযুক্ত কি না সেটা নিয়ে আদালত ভাবছে না। এনিয়ে হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের একাধিক রায়ের পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে এই প্যারোল যুক্তিযুক্ত কি না, সেটা বিবেচনা করে শুক্রবার সকালে রায় দেবে আদালত। সেই রায় দিতে গিয়ে বিচারপতি জয় সেনগুপ্ত আনিসুর রহমানের প্যারোল খারিজ করে দেয়। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত সাক্ষীদের নিরাপত্তা দিতে হবে বলেও জানায় আদালত।

[আরও পড়ুন: রাজ্যপাল আরএসএসের এজেন্ট! ‘জাগো বাংলা’য় বোসকে তোপ তৃণমূলের, নিশানায় কংগ্রেসও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement