সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনের পাশ থেকে মিলল দেশি বোমা৷ রবিবার সকালে পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনের মাঝখানে রেললাইনের পাশে বোমাটি পড়ে থাকতে দেখতে পাওয়া যায়৷ সঙ্গে সঙ্গেই খবর যায় রেল আধিকারিকদের কাছে৷ বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়েছে৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে শিয়ালদহ-পার্ক সার্কাস শাখায় বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল৷ রবিবার সকালে গন্তব্যে পৌঁছতে গিয়ে ভোগান্তির শিকার শিয়ালদহ দক্ষিণ শাখার যাত্রীরা৷
ছুটির দিনে সকাল থেকেই একের পর এক বিপর্যয়ে বিধ্বস্ত শিয়ালদহ দক্ষিণ শাখা৷ মথুরাপুর স্টেশন থেকে কিছুটা দূরে রেললাইনে ফাটল দেখা যায়৷ মূলত লক্ষ্মীকান্তপুর শাখার ট্রেনই এই লাইন থেকে যাতায়াত করে। রবিবার সকালে মথুরাপুরের বাসিন্দারাই প্রথম বিষয়টি দেখতে পান। কাজে যাওয়ার সময় আপ লাইন লাগোয়া রাস্তায় যাতায়াত করছিলেন বাসিন্দারা। তাঁদের মধ্যে বেশ কয়েকজন দেখতে পান আপলাইনেই ফিশপ্লেটের মধ্যে বড়সড় ফাঁক। সঙ্গেসঙ্গেই মথুরাপুর স্টেশন মাস্টারের কাছে খবর পাঠানো হয়। সংশ্লিষ্ট রেললাইনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। যার জেরে শিয়ালদহ দক্ষিণ শাখায় রেলচলাচল ব্যাহত হয়৷
এই ঘটনার রেশ কাটতে না কাটতেই পার্ক সার্কাস ও শিয়ালদহের মাঝখানে রেললাইনে পাশে দেশি বোমার খোঁজ মেলে৷ সকাল সাড়ে দশটা নাগাদ এই ঘটনাটি ঘটে৷ বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা৷ খবর পৌঁছয় রেলের আধিকারিকদের কাছে৷ তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা৷ বম্ব স্কোয়াডকেও খবর দেওয়া হয়৷ যাত্রীদের একাংশের দাবি, এই ঘটনার জেরে রেল চলাচল ব্যাহত হয়৷ যদিও জিআরপি-র দাবি, সামান্য কিছুটা সময় পরিষেবা ব্যাহত হলেও, তাতে যাত্রীদের বিশেষ অসুবিধা হয়নি৷ রেললাইনের পাশে কে বা কারা এই বোমা রেখে গেল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷ এই ঘটনার সঙ্গে কোনও নাশকতার ছক জড়িয়ে রয়েছে কী না, তা খতিয়ে দেখা হচ্ছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.