Advertisement
Advertisement

Breaking News

আলোয় বছরভর সাজবে পার্ক স্ট্রিট

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্ক স্ট্রিটের সৌন্দর্যায়নে তৈরি হবে ১২টি সুদৃশ্য বড় গেট ও ছয়টি ‘এল’ আকারের গেট৷

Park Street Lighting Will Be Seen Whole Year
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 10, 2016 11:02 am
  • Updated:June 23, 2022 7:54 pm  

স্টাফ রিপোর্টার: সারা বছর আলোর মালায় সেজে থাকবে পার্ক স্ট্রিট, বাঙালির আভিজাত্য৷ ক্রিসমাসের সময়ও সেজেছিল পার্ক স্ট্রিট৷ এবার গোটা পার্ক স্ট্রিট মুড়েছিল এলইডি আলোয়৷ তার রেশ ধরেই বছর জুড়ে আলোকরঙিন হবে এজেসি বোস রোড থেকে জওহরলাল নেহরু রোড এলাকা৷ তেমনই দুর্গা পুজো, ইদ বা বড়দিনের সময় ডালহৌসি চত্বর থেকে ধর্মতলা, রেড রোড ও হসপিটাল রোডও যাতে উৎসবে রঙিন থাকে, তাই সেখানে নীল-সাদা আলোর চেন থাকবে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পার্ক স্ট্রিটের সৌন্দর্যায়নে তৈরি হবে ১২টি সুদৃশ্য বড় গেট ও ছয়টি ‘এল’ আকারের গেট৷ সবগুলিই হবে ইস্পাতের তৈরি৷ ওই গেটগুলিতে আধুনিক এলইডি আলো থাকবে৷ চন্দননগরের আলোক শিল্পীদেরও সাহায্য নেওয়া হতে পারে বলে পুরসভা সূত্রে খবর৷ মেয়র শোভন চট্টোপাধ্যায় বৃহস্পতিবার পুরসভায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী পর্যটন দফতরকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছিলেন৷ সেই কারণেই পার্ক স্ট্রিট এলাকা এদিন ঘুরে দেখেন পর্যটন, দমকল, পুলিশ ও পুরসভার প্রতিনিধিরা৷ পর্যটন দফতরের সচিব অজিতরঞ্জন বর্ধন, পুরসভার কমিশনার খলিল আহমেদ ও অন্য সংশ্লিষ্ট বিভাগের পদস্থ কর্তারা আলোচনা করেন৷
মেয়র বলেছেন, “দমকলের ইঞ্জিন ও ল্যাডার যাতে যেতে পারে, তাই গেটগুলি অন্তত ছ মিটার উঁচু করা হবে৷ আলোক প্রদর্শনী হবে আকর্ষণীয় স্থল পার্ক স্ট্রিটে৷” পর্যটন দফতর টাকা দিলেও পুরো কাজের তত্ত্বাবধান করবে কলকাতা পুরসভা৷ খুব দ্রূত সেই কাজ শুরু হবে৷ গতবছর ক্রিসমাসের সময় পার্ক স্ট্রিটকে আলোয় সাজানো হয়েছিল৷ মুখ্যমন্ত্রী তা দেখে পার্ক স্ট্রিটকে শহরের আকর্ষণীয় মুখ্য স্থান করে তোলার নির্দেশ দেন৷ সূত্রের খবর, পুজোর আগেই আলোয় সেজে উঠতে চলেছে পার্ক স্ট্রিট৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement