Advertisement
Advertisement

Breaking News

R G Kar

সঞ্জয়ের ফাঁসি চেয়েও অভয়ার বাবা-মা বলছেন, ‘আরও কেউ আছে, তদন্ত হোক’

সিবিআইয়ের পর এবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন জানালেন অভয়ার মা-বাবার আইনজীবীও।

Parents of R G Kar doctor wants more investigation

ফাইল ছবি।

Published by: Paramita Paul
  • Posted:January 4, 2025 7:42 pm
  • Updated:January 4, 2025 7:51 pm  

অর্ণব আইচ: সিবিআইয়ের পর এবার সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজার আবেদন জানালেন অভয়ার মা-বাবার আইনজীবীও। তাঁদের আবেদন, সঞ্জয়ের সর্বোচ্চ সাজা হোক। কিন্তু ধর্ষণ ও খুনে সঞ্জয় ছাড়া আরও কেউ যুক্ত থাকতে পারে বলে অনুমান অভিভাবকদের। সেদিকটাও খতিয়ে দেখার আবেদন জানান আর জি করে নির্যাতিতা চিকিৎসকের পরিবার।

শনিবার শিয়ালদহ আদালতে যান নির্যাতিতার বাবা-মা। সেখানে একটি ৫৭ পাতার বক্তব্য জমা দেন। সেখানে ওঁরা আরও তদন্ত চেয়েছেন। অভয়ার বাবা-মা-র দাবি, সঞ্জয় একা যুক্ত নয়, এর পিছনে আরও কেউ আছে। তাই আরও তদন্ত হোক। আরও কারা জড়িত আছে তা খুঁজে বার করে নতুন করে চার্জশিট জমা দেওয়া হোক। এরপর সঞ্জয় রায়ের আইনজীবীরা বলতে শুরু করেন। তাঁদের বক্তব্য ছিল যে সঞ্জয় এই ঘটনার সঙ্গে যুক্ত না। মামলায় পারিপার্শ্বিক সাক্ষ্যপ্রমাণ তুলে ধরা হয়েছে। আইনজীবীদের যুক্তি, সিসিটিভিতে যে সময় ফ্রেম দেখা যাচ্ছে তাতে একজনের পক্ষে এই কাজ করা সম্ভব না। এর পিছনে অন্য কেউ থাকতে পারে। মামলার পরবর্তী শুনানি ৮ জানুয়ারি।

Advertisement

আগস্ট থেকে আর জি কর কাণ্ডে তোলপাড় বাংলা। মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনে সিবিআইয়ের মামলায় শিয়ালদহে এডিজে আদালতে অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে বিচারপর্ব চলছে। মামলার বিচারপর্ব প্রায় শেষের দিকে। অভিযুক্ত সঞ্জয় রায়ের বিচারপর্বে বৃহস্পতিবার সিবিআইয়ের যুক্তি দিয়ে বক্তব্য পেশ শেষ হয়। সিবিআইয়ের আইনজীবী যুক্তি দিয়ে আদালতকে জানান, এই ধর্ষণ ও খুনের অভিযুক্ত সঞ্জয় রাইয়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে। কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করছে। তদন্তকারীদের দাবি, আর জি করে চিকিৎসককে ধর্ষণ ও খুন বিরলতম ঘটনা। তাই ধৃত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানিয়েছে সিবিআই। এবার সেই দাবি জানাল অভয়ার মা-বাবাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement