সঞ্জিত ঘোষ, নদিয়া: যাদবপুরে ছাত্র মৃত্যুতে তোলপাড় গোটা বাংলা। ঘটনার পের পেরিয়েছে প্রায় একমাস, তবে ক্ষত একেবার টাটকা। এই পরিস্থিতিতে সোমবার সকালে নদিয়া থেকে নবান্নের উদ্দেশে রওনা দিলেন যাদবপুরে মৃত ছাত্রের বাবা-মা। বিকেলে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন তাঁরা, এমনটাই খবর। যদিও এ বিষয়ে মৃত ছাত্রের পরিবারের তরফে স্পষ্টভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
আগস্টের ৯ তারিখ থেকে যাদবপুরের ছাত্র মৃত্যুকে কেন্দ্র উত্তপ্ত রাজ্য-রাজনীতি। ভরতির কয়েকদিনের মধ্যেই নদিয়ার পড়ুয়ার মৃত্যু একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ১৩ জনকে গ্রেপ্তার করেছে। গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফোনে কথা বলেছিলেন মৃত ছাত্রের বাবার সঙ্গে। আশ্বাস দিয়েছিলেন তাঁর পাশে থাকার।
সোমবার সকালে নদিয়া থেকে গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা দেন মৃত ছাত্রের বাবা-মা-সহ পরিবারের কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, এদিন তাঁদের গন্তব্য নবান্ন। বিকেলে দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তবে এ বিষয়ে যোগাযোগ করা হলে ছাত্রের পরিবারের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তাঁরা জানান, মৃতের মা অসুস্থ। চিকিৎসাজনিত কারণেই কলকাতা আসছেন তাঁরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.