Advertisement
Advertisement
Suvendu Adhikari

বিধানসভায় শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ অভয়ার বাবা-মায়ের

আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিধানসভার বাইরে ও ভিতরে বিধায়করা ধরনা করবেন। পাশাপাশি একইদিনে অভয়ার বাবা-মাকে নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু।

Parents of abhaya meets Suvendu Adhikari

ফাইল ছবি

Published by: Tiyasha Sarkar
  • Posted:November 26, 2024 12:51 pm
  • Updated:November 26, 2024 1:45 pm  

সন্দীপ চক্রবর্তী: আচমকা বিধানসভায় আর জি করের নির্যাতিতার বাবা-মা। বিরোধী দলনেতার সঙ্গে দেখা করেন তারা। সেখানে ভেঙে পড়েন কান্নায়। আগামী ১০ ডিসেম্বর সুবিচারের দাবিতে রাজভবনে যাবেন তাঁরা। এদিন নওশাদ সিদ্দিকির সঙ্গেও দেখা করেন অভয়ার বাবা-মা।

মঙ্গলবার সকালে ঘড়ির কাঁটায় তখন ১০ টা বেজে ১৫ মিনিট। বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে বিধানসভায় পৌঁছন আর জি করের নির্যাতিতার বাবা-মা। সরাসরি শুভেন্দু অধিকারীর ঘরে গিয়ে দেখা করেন তাঁরা। সেখানে কান্নায় ভেঙে পড়েন। নির্যাতিতার বাবার চোখের জল মুছিয়ে দেন শুভেন্দু। অভয়ার বাবা-মা বলেন, “সবাই আমাদের পাশে দাঁড়াচ্ছে। আগামীতে আপনাদেরও আমার পাশে চাই। আমার মেয়েটা কী এমন অপরাধ করেছিল, কেন ওকে এমন নির্মমভাবে মারা হল।” তাঁদের কথায়, আজও জানতে পারলাম না সেদিন রাতে আমার মেয়ের সঙ্গে কী হয়েছিল।

Advertisement

এদিন শুভেন্দু অধিকারী নির্যাতিতার বাবা-মায়ের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। জানা গিয়েছে, সুবিচারের দাবিতে আগামী ১০ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে বিধানসভার বাইরে ও ভিতরে বিধায়করা ধরনা করবেন। পাশাপাশি একইদিনে অভয়ার বাবা-মাকে নিয়ে রাজভবন যাবেন শুভেন্দু। উল্লেখ্য, একইদিনে অপরাজিতা আইন প্রণয়নের দাবিতে পথে নামবে তৃণমূল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement