সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি নিয়ম মানা তো দূর অস্ত, সময়মতো স্কুলেও আসেন না। কিছু বলতে গেলেই আবার নেতা, মন্ত্রীর নাম করে হুমকি দেন। শিক্ষিকার দুর্ব্যবহারে অতিষ্ঠ স্কুলের অন্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, এমনকী পড়ুয়ারাও। শেষপর্যন্ত, অভিভাবকের ধৈর্য্যের বাঁধ ভাঙল। সোমবার সকালে অভিযুক্ত শিক্ষিকা-সহ অন্যন্যদের স্কুলেই তালাবন্ধ করে তুমুল বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। উত্তেজনা ছড়াল হরিদেবপুর থানা এলাকায় পূর্ব বড়িশা প্রাথমিক বিদ্যালয়ে। সপ্তাহের প্রথম দিনে শিকেয় উঠল পঠনপাঠন। স্কুল কর্তৃপক্ষের অবশ্য দাবি, অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা সংসদের অভিযোগ জানানো হয়েছে। তাঁকে সতর্ক করেছেন স্থানীয় কাউন্সিলরও। কিন্তু, লাভ হয়নি। তবে অভিভাবকদের বিক্ষোভের পর, ওই শিক্ষিকার স্কুলে আসায় নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন ওই শিক্ষিকা।
[বউবাজারে তেলের গুদামে ভয়াবহ আগুন, অগ্নিদগ্ধ ৪]
দক্ষিণ শহরতলির টালিগঞ্জ লাগোয়া হরিদেবপুর। হরিদেবপুর থানা এলাকার মধ্যে পড়ে পূর্ব বড়িশা প্রাথমিক স্কুল। সরকারি স্কুলে পড়ুয়াদের সংখ্যা নেহাত কম নয়। অভিভাবকরা জানিয়েছেন, সরকারি আনুকূল্যে স্কুলের পরিকাঠামোর যথেষ্ট উন্নতি ঘটেছে। কিন্তু, গণ্ডগোল পাকাচ্ছেন স্কুলেরই শিক্ষিকা। অভিযুক্ত শিক্ষিকার নাম তুতুন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, প্রায় কোনদিনই সময় মতো স্কুলের আসেন না তিনি। মানেন না কোনও নিয়মই। কিছু বলতে গেলে দুর্ব্যবহার করেন। নেতা-মন্ত্রীদের নাম করে হুমকি দেন। পূর্ব বড়িশা প্রাথমিক স্কুলের পরিচালন সমিতির এক সদস্য জানিয়েছেন, শিক্ষিকা তুতুন বন্দ্যোপাধ্যায় নাকি বলেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তাঁর পিসি হন। শুধু তাই নয়, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মন্ত্রী ফিরহাদ হাকিমকে আত্মীয় বলে দাবি করেছেন অভিযুক্ত শিক্ষিকা। স্কুলের প্রধানশিক্ষকের দাবি, সকলের সামনে তাঁকে অপমান করেছেন শিক্ষিকা তুতুন বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, বিষয়টি প্রাথমিক শিক্ষা সংসদকে জানিয়েও লাভ হয়নি। এমনকী, স্থানীয় কাউন্সিলর সতর্ক করার পরেও নিজের বদলাননি তুতুন বন্দ্যোপাধ্যায়।
[প্রবল ঝড়ে ইকো পার্কে রাইড ভেঙে আহত ১০ শিশু, আতঙ্কে অভিভাবকরা]
ওই শিক্ষিকার দুর্ব্যবহার তিতিবিরক্ত পূর্ব বড়িশা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া ও অভিভাবকরাও। সোমবার সকালে অভিযুক্ত-সহ শিক্ষক-শিক্ষিকাদের তালাবন্ধ করে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। তালাবন্ধ করে রাখা হয় পরিচালন সমিতির সদস্যদেরও। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে পূর্ব বড়িশা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ে। শিকেয় ওঠে পঠনপাঠন। শেষ পর্যন্ত হরিদেবপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে, অভিভাবকদের বিক্ষোভে নড়চড়ে বসেছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। অভিযুক্ত শিক্ষিকা তুতুন বন্দ্যোপাধ্যায়ের স্কুলে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কসবায় জেলা প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে বসার নির্দেশ দেওয়া হয়েছে ওই শিক্ষিকাকে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে পূর্ব বড়িশা প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা তুতুন বন্দ্যোপাধ্যায়।
[‘তথাগতবাবুকে আমাদের দলে স্বাগত’, ফেসবুকে পালটা কটাক্ষ মানবী বন্দ্যোপাধ্যায়ের]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.