ছবি: প্রতীকী
নব্যেন্দু হাজরা: এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোয় (East West Metro) টোকেন জমানা শেষ? মিলবে কাগজের টিকিট! তবে তাতে থাকবে কিউআর কোড। যা স্ক্যান করলেই মেট্রোয় ওঠা যাবে। আপাতত ১১ অক্টোবর থেকে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে এই নয়া ব্যবস্থা। যদি পরীক্ষা-নিরীক্ষা সফল হয়, তবে শিয়ালদহ-সেক্টর ফাইভ রুটে দ্রুতই এই ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে চালু হয়ে যাবে। আপাতত পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চলবে। তবে আপাতত কাউন্টার থেকে টোকেনও ইস্যু করা হবে।
উল্লেখ্য,পুজোর দিনগুলোয় নিউ গড়িয়া-দক্ষিণেশ্বর রুটে সারারাত মেট্রোর পাশাপাশি ইস্ট-ওয়েস্টেও রাত ১২টা পর্যন্ত মিলবে পরিষেবা। মেট্রোর তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত রুটে সপ্তমী, অষ্টমী এবং নবমীতে আপ-ডাউন মিলিয়ে মোট ৭২টি মেট্রো চালানো হবে। দশমীর দিন চালানো হবে মোট ৪৮টি মেট্রো।
সপ্তমী থেকে নবমী পর্যন্ত শিয়ালদহ থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১১টা ৫৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো মিলবে বেলা ১২টায়। এই দিনগুলিতে শিয়ালদহ থেকে শেষ মেট্রো মিলবে রাত ১১টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ৪০ মিনিটে। দশমীর দিন শিয়ালদহ থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১১টা ৫৫ মিনিটে। দশমীর দিন সেক্টর ফাইভ থেকে প্রথম মেট্রো ছাড়বে বেলা ১২টায়। শিয়ালদহ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৩৫ মিনিটে। সেক্টর ফাইভ থেকে শেষ মেট্রো ছাড়বে সন্ধে ৭টা ৪০ মিনিটে। পুজোর দিনগুলিতে প্রতি ২০ মিনিট অন্তর মেট্রো চলবে। ২৫ অক্টোবর থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় স্বাভাবিক পরিষেবা মিলবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.