Advertisement
Advertisement

একদিনে ৯ জন করোনা আক্রান্ত, আতঙ্কে বি আর সিং হাসপাতালের রোগীরা

আক্রান্তদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Panic at B R Singh Hospital for nine corona positive patient
Published by: Bishakha Pal
  • Posted:June 25, 2020 5:19 pm
  • Updated:June 25, 2020 5:30 pm

সুব্রত বিশ্বাস: করোনা আতঙ্ক এবার বি আর সিং হাসপাতালে। সম্প্রতি হাসপাতালে ৯ জন রোগীর শরীরে মিলেছে করোনার জীবাণু। হাসপাতাল সূত্রে খবর, আক্রান্তদের মধ্যে বেশিরভাগই অন্য কোনও রোগের কারণে ভরতি হয়েছিল। পরে তাঁদের শরীরে করোনার সন্ধান মেলে।

বি আর সিং হাসপাতালের ডিরেক্টর জানিয়েছেন, আক্রান্তদের মধ্যে কয়েকজন ডায়ালেসিস, সার্জারি ও ইনডোরে ভরতি ছিলেন। সতর্কতার কারণেই তাঁদের লালারস পরীক্ষা করতে পাঠানো হয়েছিল। রিপোর্ট পজিটিভ এসেছে। এছাড়া একজন জ্বর ও কাশি নিয়ে আউটডোরে দেখাতে এসেছিলেন। তাঁর লালারসও পরীক্ষার জন্য পাঠানো হয়। তাঁর শরীরেও করোনার সন্ধান মিলেছে। একসঙ্গে ন’জন করোনা আক্রান্ত হওয়ায় রীতিমতো আতঙ্ক তৈরি হয়েছে হাসপাতালে। আক্রান্তদের হাওড়া অর্থোপেডিক হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

[ আরও পড়ুন: রাস্তার ধারে গাছ থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য কলকাতার মেয়ো রোডে ]

ওই হাসপাতালটি করোনা চিকিৎসার কেন্দ্র হিসেবে নির্দিষ্ট করা হয়েছে। এছাড়া লিলুয়া রেল হাসপাতালটিও করোনার চিকিৎসার জন্য নির্ধারিত করা হায়েছে। ফলে পূর্ব রেলের বিভিন্ন হাসপাতালে ভরতি রোগীদের পাঠানো হয় বি আর সিং হাসপাতালে। সেই হাসপাতালে করোনা আক্রমণে রীতিমতো আতঙ্কিত রোগীরা। মাস দুয়েক আগে বি আর সিং হাসপাতালের এক চিকিৎসকের শরীরে করোনা থাবা বসিয়েছিল। তা নিয়ে উত্তেজনা ছড়িয়েছিল হাসপাতাল চত্বরে। তখন অভিযোগ উঠেছিল, করোনার জন্য কোনওরকম সুরক্ষা ব্যবস্থা নেই হাসপাতালে। করোনা টেস্ট করার কোনও ব্যবস্থা নেই, উপযুক্ত পিপিই নেই, এমনকী হাসপাতাল স্যানিটাইজ করাও হচ্ছে না। যদিও এদিনের ঘটনার পর এমন কোনও ঘটনা ঘটেনি হাসপাতালে।

[ আরও পড়ুন: সল্টলেকের রাস্তায় পড়ে থাকা বোমা নিষ্ক্রিয় করতে জল ঢালছেন যুবক! ‘নীরব দর্শক’ পুলিশ ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement