সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পণ্ডিতিয়া রোডের দুর্ঘটনায় অবশেষে গ্রেফতার মূল অভিযুক্ত বরুণ মাহেশ্বরী৷ রবিবার ভোররাতে তার বেপরোয়া গাড়ি চালানোর জেরে প্রাণ যায় অভিজিৎ পাণ্ডে নামে এক যুবকের৷ আর এই অভিযোগেই গ্রেফতার করা হল বরুণকে৷ তার বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা রুজু করেছে পুলিশ৷
১৮ সেপ্টেম্বর ভোর রাতে দুই বন্ধু মিথিলেশ ও অভিজিৎকে নিয়ে স্কুটারে করে যাচ্ছিলেন স্থানীয় রামদেব যাদব৷ সেই সময় পিছন দিক থেকে এসে একটি মার্সিডিজ ধাক্কা মারে স্কুটারটিকে৷ তিনজনেই ছিটকে পড়েন৷ গুরুতর জখম অবস্থায় তিনজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই মৃত্যু হয় অভিজিতের| এই ঘটনার পর থেকেই ফেরার ছিল অভিযুক্ত মার্সিডিজ চালক৷ পুলিশ সূত্রে খবর, যে কোনও আইনি জটিলতা থেকে বাঁচতেই গা ঢাকা দিয়েছিল বরুণ৷ সেই সময় নিজের মোবাইল ফোনটিও বন্ধ করে রাখে সে৷ কিন্তু বহু চেষ্টার পরেও শেষ রক্ষা হয়নি৷ বিভিন্ন সুত্র ধরে অবশেষে বরুণের খোঁজ পায় পুলিশ৷ এরপর দুপুরে গ্রেফতার করা হয় তাকে৷ এই ঘটনায় আগাম জামিন চেয়ে আজই আলিপুর জেলা ও দায়রা আদালতে আবেদন জানিয়েছিল বরুণ৷ আবেদনে দাবি করেছিল দুর্ঘটনার সময় নিজের গাড়ি চালাচ্ছিল সে৷ পাশাপাশি, গাড়িতে সে একাই ছিল সেই সময়৷
প্রসঙ্গত, এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল পণ্ডিতিয়া রোড৷ অভিজাত আবাসনে ঢুকে ভাঙচুর চালান বিক্ষুব্ধ জনতা৷ বিলাসবহুল আবাসনের ভিতরে ঢুকে তাণ্ডব চালানোর পাশাপাশি গুঁড়িয়ে দেওয়া হয় ৭৮টি দামি গাড়ি৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.