Advertisement
Advertisement

Breaking News

DG Manoj Malviya

পাঁচলার বিজেপি মহিলা প্রার্থীকে ‘হেনস্তা’য় কান্না লকেটের, দাবি ওড়ালেন রাজ্য পুলিশের DG

বিজেপি সাংসদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মত তৃণমূল বিধায়কের।

Panchla BJP candidate harassment case false, says DG Manoj Malviya । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 21, 2023 6:35 pm
  • Updated:July 21, 2023 7:25 pm  

অর্ণব আইচ: পঞ্চায়েত ভোটে হাওড়ার পাঁচলার বিজেপির মহিলা প্রার্থীর উপরে নির্যাতনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তবে এমন অভিযোগের কোনও সত্যতা নেই বলেই দাবি রাজ্য পুলিশের ডিজি’র। বিজেপি সাংসদের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলেই মত তৃণমূল বিধায়ক গুলশান মল্লিকের।

রাজ্য পুলিশের ডিজি জানান, গত ৮ জুলাই পঞ্চায়েত ভোটের দিন বুথে হাওড়ার পাঁচলার বিজেপি প্রার্থীকে বিবস্ত্র করে নির্যাতন করা হয় বলেই অভিযোগ। ১৩ তারিখ ই-মেল মারফত পুলিশ অভিযোগ পায়। ওই অভিযোগের ভিত্তিতে পরদিন অর্থাৎ ১৪ জুলাই এফআইআর দায়ের হয়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় তদন্ত। তা সত্ত্বেও কোনও তথ্যপ্রমাণ পাওয়া যায়নি বলেই দাবি ডিজি’র। তিনি জানান, বারবার ওই বিজেপি প্রার্থী এবং স্বামীকে গোপন জবানবন্দি দিতে আসার কথা জানানো হয়। মহিলার চিকিৎসা সংক্রান্ত নথিপত্রও চাওয়া হয়। তবে তাঁরা কোনও উদ্যোগ নেননি বলেই দাবি। বুথের সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠানো হয়েছে বলেই জানান রাজ্য পুলিশের ডিজি। তাঁর আশ্বাস, এরকম ঘটনা ঘটলে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে।

Advertisement

[আরও পড়ুন: জ্ঞানবাপী মসজিদের কার্বন ডেটিংয়ের অনুমতি বারাণসীর আদালতের]

উল্লেখ্য, নয়াদিল্লিতে বিজেপির সদর দপ্তরে শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হন লকেট চট্টোপাধ্যায়। হাওড়ার পাঁচলায় মহিলা বিজেপি প্রার্থীর হেনস্তার কথা বলতে গিয়ে কেঁদে আকূল হন বিজেপি সাংসদ। হাওড়ার গ্রামীণ জেলা বিজেপি সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী বলেন, “ওই প্রার্থী কার্যত বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। আমি ওদের বাড়িতে যাই। বোঝানোর পর ই-মেল মারফত ওই মহিলা প্রার্থী থানায় লিখিত অভিযোগ দাযের করেন। বিষয়টি নিয়ে হাই কোর্টে আভিযোগও দায়ের করা হয়েছে।” এই ঘটনাকে মিথ্যা নাটক বলে দাবি করেছেন পাঁচলার তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক।‌ তিনি বলেন, “মণিপুরে বিজেপির মুখ পুড়েছে। তাই এই মিথ্যে নাটক করে মুখ পোড়ার কথা প্রচার করে নিজেদের বাঁচাতে চাইছে বিজেপি।”

[আরও পড়ুন: ‘বুমেরাং’ হিট করাতে পুজো, শুটিং শুরুর আগে কালীঘাটে মায়ের মন্দিরে জিৎ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement