Advertisement
Advertisement

Breaking News

জল্পনার অবসান, মনোনয়নের দিন বাড়াল রাজ্য নির্বাচন কমিশন

মনোনয়ন ও স্ক্রুটিনির দিন বাড়াল নির্বাচন কমিশন৷

Panchayat vote nominated on Monday
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:April 21, 2018 6:38 pm
  • Updated:November 1, 2018 3:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ মেনে পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পেশের দিন বাড়ানোর বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন৷ সোমবার ১১টা থেকে বেলা ৩টে পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে বলে বিজ্ঞপ্তি জারি করে কমিশন৷ ২৫ এপ্রিল মনোনয়নপত্রের স্ক্রুটিনির দিন ধার্য করা হয়েছে৷ আগামী ২৬, ২৭ ও ২৮ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করা যাবে৷ ইতিমধ্যেই ২০টি জেলার সমস্ত জেলা শাসকের দপ্তরে কমিশনের বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে বলে সূত্রের খবর৷ তবে, মনোনয়নের দিনক্ষণ নির্ধারিত হলেও ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারেনি কমিশন৷ আগামী সোমবার ভোটের নির্ঘণ্ট নির্ধারণ হতে পারে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে৷

আজ দুপুরে রাজ্যের ১০টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর আরও এক দিন মনোনয়ন বাড়ানোর সিদ্ধান্ত নেয় রাজ্য নির্বাচন কমিশন৷ তবে, মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়লেও পঞ্চায়েত ভোটের দিনক্ষণ নিয়ে এখনই কিছু জানাতে পারেনি কমিশন৷ ভোট দিনক্ষণ ঘোষণা করতে গেলে বেশ কিছু প্রশাসনিক বিধি মানতে হয় রাজ্য নির্বাচন কমিশনকে৷ ফলে, রাজ্য সরকারের সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত ভোটের দিনক্ষণ নির্ধারণ করা কঠিন৷ তবে, বর্ষা ও রমজান মাসের আগে ভোট করিয়ে নিতে চাইছেন বলে আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Advertisement

তবে, মনোনয়নের দিন বাড়লেও অবাধ ও শান্তিপূর্ণ মনোনয়নপর্ব করানো নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা৷ বামেদের তরফেও সোমবার হামলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে৷ শনিবার দুপুরে কমিশনের ডাকা সর্বদল বৈঠক শেষে ক্ষুব্ধ সিপিএম নেতা রবীন দেব বলেন, ‘‘কমিশন বলছে সোমবার থেকে মনোনয়নের দিন ধার্য করবে৷ কিন্তু, আমাদের দাবি মনোনয়ন জমা দেওয়ার জন্য পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে৷ পুলিশকে দিয়ে না হলে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নির্বাচন করার কমিশন৷’’ এদিন সিপিআইয়ের তরফেও অন্তত মনোনয়নের জন্য দু-তিনদিন ধার্য করারও আর্জি জানানো হয়৷ তবে বামেদের কোনও দাবি না মেনেই আজ কমিশনের তরফে সোমবার রাত সাড়ে আটটা নাগাদ মনোনয়নের দিন বাড়ানোর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷

তবে, ভোটের দিনক্ষণ নির্ধারণ না হওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার ফের পঞ্চায়েত দপ্তরের ওএসডি সৌরভ দাস নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী দিনক্ষণ নির্ধারণ করতে পারেন৷ নবান্ন সূত্রে খবর, সোমবারের বৈঠকে পরিবর্তিত নির্ঘণ্ট নিয়ে কমিশনকে নিজের পছন্দের কথা ফের জানাতে পারে৷ তিন দফায় ভোটে সায় দিয়ে নয়া নির্ঘণ্ট হিসাবে মে মাসের ১৩, ১৫ এবং ১৭ তারিখ চায় রাজ্য। সেকথা জানানো হয়েছে কমিশনকে। শনিবার দুপুরে সর্বদলীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে সেই দিনক্ষণ উত্থাপন করে কমিশন। বিরোধীরা একমত হওয়ার পর মনোনয়নের দিন চূড়ান্ত হয়৷ তবে, মনোনয়নে কেন্দ্রীয় বাহিনী ও পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থার দাবি উঠলেও সে বিষয়ে এখনই কিছুই বলতে চাইনি কমিশন৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement