Advertisement
Advertisement
Panchayat Vote 2023:

Panchayat Vote 2023: প্রচারে গিয়ে কপ্টার দুর্ঘটনায় চোট, মুখ্যমন্ত্রীর হাঁটুতে অপারেশনের সম্ভাবনা

নিজেই অস্ত্রোপচারের কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Panchayat Vote 2023: TMC supremo Mamata Banerjee to undertgo surgery | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 4, 2023 1:17 pm
  • Updated:July 4, 2023 2:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Election) প্রচারে উত্তরবঙ্গে গিয়ে সেখান থেকে ফেরার পথে কপ্টার দুর্ঘটনায় পায়ে, কোমরে চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার তাঁর অস্ত্রোপচার হতে পারে। নিজেই সেকথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, ‘‘আমার আরও ৮-১০ দিন লাগবে। তারপর আমি বেরতে পারব। তারপর আমার ছোটখাটো অপারেশন করতে হবে। আমার হাঁটুতে জোর লেগেছে।”

গত সপ্তাহে জলপাইগুড়িতে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে কলকাতা ফেরার পথে দুর্যোগে পড়ে মুখ‌্যমন্ত্রীর কপ্টার। যার জেরে কপ্টারটি জরুরি অবতরণ করে সেবকের (Sevak) এয়ার বেসে। কপ্টারের দুলুনিতে এবং কপ্টার নামতে গিয়ে কোমরে ও পায়ে চোট পান মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় নেমে সঙ্গে সঙ্গে এসএসকেএমে (SSKM) যান তিনি। সেখানে চিকিৎসকরা নানা পরীক্ষার পর তাঁকে ভরতি হওয়ার কথা বলেন। কিন্তু মুখ্যমন্ত্রী জানান, তিনি বাড়ি ফিরতে চান। বাড়ি থেকেই চিকিৎসা করাবেন।

Advertisement

[আরও পড়ুন: বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ছাংতে, উদীয়মান তারকার পুরস্কার আকাশের হাতে]

সেইমতো বাড়িতে শুরু হয় চিকিৎসা। চলে ফিজিও থেরাপি। সশরীরে আর কোথাও ভোটপ্রচারে যেতে পারেননি তৃণমূল নেত্রী। সোমবার বীরভূম যাওয়ার কথা থাকলেও দুবরাজপুরে ভারচুয়াল সভা করেন তৃণমূল (TMC) সুপ্রিমো। সেখান থেকেই অস্ত্রোপচারের কথা জানান তিনি। বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে বলেন, “আমার দুর্ঘটনা নিয়ে কুৎসা করে বেড়াচ্ছে বিরোধীরা। মরে যেতে পারতাম। অথচ তাকে নিয়ে কুৎসা! আমি তার বিচার চাইব জনগণের কাছে। আমি জীবনের ঝুঁকি নিয়ে মানুষের কাছে যাই। তাই পঞ্চায়েত নির্বাচনের পরেই আমি বোর্ড গঠনের সময় আপনাদের কাছে যাব।”

[আরও পড়ুন: কেন্দ্রীয় মন্ত্রিসভায় বড়সড় রদবদলের সম্ভাবনা জোরালো, পদন্নোতি হতে পারে বাংলার দুই মন্ত্রীর]

এছাড়া এসএসকেএম সূত্রেও খবর, মুখ্যমন্ত্রীর অস্ত্রোপচার করানো প্রয়োজন। এর আগে একুশের বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) নন্দীগ্রামে প্রচারে গিয়ে বিরুলিয়া বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিলেন মুখ্যমন্ত্রী। গাড়িতে উঠতে গিয়ে তাঁর পায়ে চোট লাগে, প্লাস্টার করাতে হয়। হুইল চেয়ারে বসেই তিনি বাকি প্রচার সারেন। এবার আবার পঞ্চায়েত ভোটের প্রচারে গিয়ে কপ্টার দুর্ঘটনা। সবমিলিয়ে তৃণমূল সুপ্রিমোর শারীরিক আঘাত অনেকটাই। তাই এবার তাঁর অপারেশন হওয়া স্বাভাবিক।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement