Advertisement
Advertisement

Breaking News

Nawsad Siddique

Panchayat Vote 2023: নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি ‘বাধা’, ফের হাই কোর্টে নওশাদ সিদ্দিকি

চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা।

Panchayat Vote 2023: Nawsad Siddique file case at HC on restriction to enter Bhangar । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 17, 2023 11:59 am
  • Updated:July 17, 2023 12:55 pm  

গোবিন্দ রায়: নিজের বিধানসভা কেন্দ্রে ঢুকতে পুলিশি বাধা। ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা।

ভোটকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ভাঙড়। ভোট মিটলেও বোমাবাজি-গুলি বন্ধ হয়নি। প্রাণও গিয়েছে। পরবর্তীতে ভাঙড়ের নির্দিষ্ট এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। ভাঙড়ের প্রবেশ দ্বারে নাকা পয়েন্ট করা হয়েছে। স্পর্শকাতর এলাকায় প্রবেশের অনুমতি মিলছে না সকলের। শুক্রবারের পর রবিবারও ফের ভাঙড়ে প্রবেশের আগে বিধাননগরের হাতিশালায় পুলিশি বাধার মুখে পড়েন স্থানীয় বিধায়ক নওশাদ সিদ্দিকি।

Advertisement

[আরও পড়ুন: অটিজম আক্রান্ত তরুণকে নাচতে চাপ, রাস্তায় ফেলে ‘মার’, অমানবিকতার নজির টালিগঞ্জে]

একাধিকবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে কথা বলার আরজি জানান। কিন্তু লাভ হয়নি। বারবার তাঁকে জানানো হয়েছে, নতুন কোনও নির্দেশিকা না পাওয়া পর্যন্ত তাঁকে ভাঙড়ে যাওয়ার অনুমতি দেওয়া যাবে না। এদিকে নিজের অবস্থানে অনড় নওশাদ। প্রয়োজনে হেঁটে যাওয়ার কথাও বলেছিলেন। কিন্তু দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেলেও অনুমতি মেলেনি। এরপরই আইনের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন আইএসএফ বিধায়ক।

সেই মতো সোমবার সকালে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন নওশাদ সিদ্দিকি। তাঁর আইনজীবী ফিরদৌস শামিম পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তোলেন। কেনও পুলিশ নওশাদকে তাঁর বিধানসভা কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে, সে প্রশ্ন করেন আইনজীবী। আইএসএফ বিধায়কের দাবি, তিনি নিজের বিধানসভা এলাকায় ঢুকতে না পারায় কাজে বিঘ্ন হচ্ছে। বিচারপতি জয় সেনগুপ্তের সিঙ্গল বেঞ্চ তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেয়। চলতি সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা।

[আরও পড়ুন: ভোটে জিতেই প্রতিশ্রুতি রক্ষা, বৃদ্ধার ঘরে আলো জ্বালাল সিপিএম]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement