সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আদালতের নির্দেশ মেনে সুষ্ঠুভাবে, সর্বস্তরে সমন্বয় রেখে পঞ্চায়েত ভোট সম্পন্ন করতে নোডাল অফিসার নিয়োগ করল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commission)। আর এক্ষেত্রে ভরসা রাখা হয়েছে আইজিপি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমের উপরই। পাশাপাশি সরকার ও নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয়ের জন্য নিয়োগ করা হয়েছে WBCS অফিসার অমিতাভ সেনগুপ্তকে। সোমবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। আজ প্রধান বিচারপতির বেঞ্চে মামলার শুনানি।
পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Vote 2023) বাহিনী ব্যবহার থেকে অন্যান্য কাজের জন্য দু’জন নোডাল অফিসার নিয়োগ করা হয়েছে বলে খবর। IGP জাভেদ শামিমকে নোডাল অফিসার হিসেবে নিযুক্ত করা হয়ছে। তিনি বাহিনী মোতায়েনের ক্ষেত্রে কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবেন। অন্যদিকে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে সমন্বয় রক্ষার জন্যে WBCS অমিতাভ সেনগুপ্তকে নিযুক্ত করা হয়েছে।
ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা, জওয়ানদের মোতায়েন নিয়ে যথেষ্ট জটিলতা তৈরি হয়েছে কেন্দ্র ও রাজ্য নির্বাচন কমিশনের মধ্যে। ৮ তারিখের নির্বাচন সুষ্ঠুভাবে করতে মোট ৪৮৫ কোম্পানি বাহিনী পাঠাচ্ছে কেন্দ্র। তাদের কীভাবে কোথায় মোতায়েন করা হবে, সে বিষয়টি নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা করে সবটা খতিয়ে দেখার দায়িত্ব এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিমের উপর। স্পর্শকাতর এলাকার প্রতি বুথে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী, এমনই পরিকল্পনা কমিশনের। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ, এরিয়া ডমিনেশন শুরু হয়েছে। তাতেও অবশ্য অশান্তি কমছে না। এখন ভোটের দিন কোথায় কীভাবে জওয়ানদের দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে আরও চুলচেরা আলোচন চলছে কমিশনের অন্দরে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.