Advertisement
Advertisement

Breaking News

Peace room in Raj Bhavan

Panchayat Poll: ভোটের আগে জেলায় জেলায় অশান্তিতে উদ্বিগ্ন রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস রুম’

ভাঙড়, ক্যানিংয়ের পর মুর্শিদাবাদেও যেতে পারেন রাজ্যপাল।

Panchayat Poll: WB GUV C V Anand Bose opens peace room in Raj Bhavan । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 18, 2023 9:33 am
  • Updated:June 18, 2023 10:23 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের (Bengal Panchayat Election 2023) দিনক্ষণ ঘোষণা হতে না হতেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর পাওয়া গিয়েছে। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। প্রাণহানিও ঘটেছে। তাতেই উদ্বিগ্ন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যে অশান্তির বিরোধিতায় কড়া বার্তাও দিয়েছেন তিনি। ভাঙড়, ক্যানিংয়ের অশান্ত এলাকাও পরিদর্শন করেছেন। আর এবার রাজভবনে ‘পিস রুম’ খোলা হল।

সরাসরি ওই ‘পিস রুমে’ ফোন করে অথবা ই-মেলের মাধ্যমে জানানো যাবে অভিযোগ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ০৩৩-২২০০১৬৪১ নম্বরে ফোন এবং [email protected] এই আইডিতে মেল করে যাবতীয় অভিযোগ জানানো যাবে।রাজ্যপাল সেই অভিযোগ রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের কাছে পাঠাবেন। রাজভবনের ‘পিস রুম’ নিয়ে রাজনৈতিক মহলে জোর তরজা। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়, রাজ্যপাল এক্তিয়ার বহির্ভূত কাজ করছেন। রাজভবনকে এবার পার্টি অফিস ঘোষণা করে দিলেই পারেন। 

Advertisement

[আরও পড়ুন: গর্জনই সার, নিজের বিধানসভা এলাকার প্রত্যেক বুথে প্রার্থীই দিতে পারলেন না শুভেন্দু]

শনিবার রাজ‌্যপাল নিজেই ক‌্যানিং ছোটেন। মনোনয়নপত্র দেওয়াকে ঘিরে ভাঙড়ের মতো ক‌্যানিংয়েও রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। দু’জন সেখানে গুলিবিদ্ধ হন। রাজ‌্যপাল ঘটনাস্থলে গিয়ে পুলিশ এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। মন্তব‌্য করেন, “যে কোনওরকম সমালোচনাকে স্বাগত জানাচ্ছি। কারণ সমালোচকরাই সেরা শিক্ষক। আমি সাংবিধানিক দায়বদ্ধতা পালন করতে এসেছি। ক্যানিংয়ে কী ঘটনা ঘটেছে তা আমি নিজের চোখে দেখলাম।”

আবার ক‌্যানিং যাওয়ার আগে সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মমতা বন্দ্যোপাধ‌্যায়ের সরকারের সঙ্গে ভাল সম্পর্কের কথাও তুলে ধরেন রাজ‌্যপাল। বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আমার সাংবিধানিক সহকর্মী। আমরা একে অপরকে বিচার করার খেলায় নেই। আমাদের সুশাসন কায়েম রাখতে হবে। সেটার জন্যই আমাদের চেষ্টা করে যেতে হবে। এখনও পর্যন্ত সেই কাজে বাধা পাইনি।” রাজ্যপাল আরও বলেন, “সরকারের সঙ্গে আমার খুব ভাল কাজের সম্পর্ক রয়েছে। সেখানে মতের মিল ও অমিল দুই-ই থাকতে পারে। অগ্রাধিকারের বিষয়ও আলাদা হতে পারে। সরকার সেভাবেই চলে। আমরা স্পর্শকাতর বিষয় নিয়েও আলোচনা করি। কিন্তু সর্বদাই লক্ষ্মণরেখা মেনে চলি। সেই রেখা নতুন করে আঁকার কোনও চেষ্টা আমার নেই।”

[আরও পড়ুন: মারাত্মক ভুল ব্যাখ্যা হচ্ছে! ৮৮ হাজার কোটি টাকা উধাও হওয়া নিয়ে সাফাই রিজার্ভ ব্যাংকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement