Advertisement
Advertisement

Breaking News

Panchayat Poll

Panchayat Poll: নেতড়ায় ব্যালট নষ্ট, ‘ভাইপোর কেন্দ্র’ বলে ভুল তথ্য অমিত মালব্যর, সত্যি জানাল তৃণমূল

ভুয়ো খবর ছড়ানো নিয়ে কটাক্ষ দেবাংশু ভট্টাচার্যের।

Panchayat Poll: Debangshu Bhattacharya takes a dig on Amit Malviya for tweet 'misinformation' on ballot loot | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:July 8, 2023 2:15 pm
  • Updated:July 8, 2023 3:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) দিন সকাল থেকেই অশান্ত পরিস্থিতি জেলায় জেলায়। কোথাও বুথ দখল, কোথাও ব্যালট নষ্ট, কোথাও আবার পোলিং এজেন্ট, প্রার্থী কিংবা ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠেছে রাজনৈতিক দলের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে (Diamond Harbour) নেতড়া এলাকায় ভোট শুরুর আগে ব্যালট পেপার নষ্টের অভিযোগ ওঠে। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপি ‘ভাইপোর কেন্দ্রে’র ঘটনা বলে টুইটে তোপ দাগতেই ভুল তথ্যের অভিযোগে পালটা টুইট করল তৃণমূল (TMC)।

[আরও পড়ুন: ভরা কামরায় ‘পোল ডান্স’ দুই তরুণীর! রিলস বানানোর নতুন ঠিকানা এখন দিল্লি মেট্রো]

শনিবার সকালের দিকে দেখা যায়, ভোট দিতে গিয়ে নেতড়ার ৫ নং বুথের ছাপ্পা দেওয়া ব্যালট পেপার দেখতে পান ভোটাররা। বুথ দখলেরও অভিযোগ ওঠে। কারও অভিযোগ, ভোট দিতে গিয়ে দেখেন, ভোট পড়ে গিয়েছে। এই পরিস্থিতির কথা ছড়িয়ে পড়তেই বিজেপির মিডিয়া সেলের ইনচার্জ অমিত মালব্য (Amit Malviya) ভিডিওটি টুইট করেন। সেইসঙ্গে কটাক্ষ এবং অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের গণতান্ত্রিক পরিস্থিতি একেবারে শূন্যে নামিয়ে এনেছেন। তাঁর ভাইপোর কেন্দ্র ডায়মন্ড হারবারে গত রাতের মধ্যেই ভোট শেষ হয়ে গিয়েছে।

Advertisement

এর পালটা জবাব দিয়েছে তৃণমূল। অমিত মালব্যর এই তথ্য ‘ভুল’ বলে দাবি শাসকদলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। অমিত মালব্যর অজ্ঞানতা নিয়ে কটাক্ষ করেছেন তিনি। বিজেপির ভুল শুধরে তাঁর দাবি, ওই ঘটনা ডায়মন্ড হারবারের নয়, মথুরাপুর লোকসভা কেন্দ্রের। তাই মালব্য বর্ণিত ‘ভাইপোর কেন্দ্র’ তথ্যটি ভুল। সেইসঙ্গে দেবাংশুর এও খোঁচা, এভাবে ভুয়ো খবর ছড়াচ্ছেন বিজেপির ‘তোতাপাখি’।

[আরও পড়ুন: ‘আমায় ছেড়ে দিন’, সুকান্তর কাছে হাতজোড় করে আবেদন রাজ্য পুলিশের কর্মীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement