ক্ষিরোদ ভট্টাচার্য, কলকাতা: শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে ফের আইনি লড়াইয়ে যাচ্ছে বামফ্রান্ট৷ অবাধ ও শান্তিপূর্ণ ভোটের দাবি তুলে মঙ্গলবার বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র৷ শুধু মামলাই নয়, শাসকদলের বিরুদ্ধে রাজ্য জুড়ে জোরদার আন্দোলন করা হবে বলেও এদিন জানিয়ে দেন তিনি৷
[ ‘বিজেপি যেন মনে রাখে এটা উত্তরপ্রদেশ নয়’, সাফ কথা পার্থর ]
এর আগে আজই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় বিজেপি৷ মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র রাজ্য জুড়ে সন্ত্রাস-অশান্তি ও নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে বিচারপতি সুব্রত তালুকদারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হয়৷ সূত্রের খবর, আজ গোটা রাজ্য জুড়ে যেখানে যেখানে অশান্তি হয়েছে, তার ফুটেজ সংগ্রহ করে আদলতে পেশ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব৷ বিজেপির তরফে আজ বিচারপতির দৃষ্টি আকর্ষণের চেষ্টা হলেও তা খুব একটা ধোপে টেকেনি৷ ফলে মনে করা হয়েছিল, রাজ্যে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া এ যাত্রায় মামলা ছাড়াই পঞ্চায়েতের মনোনয়ন প্রক্রিয়া মেটাল কমিশন৷ কিন্তু, সন্ধ্যা নামতেই এদিন বামেদের তরফে মামলা করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়৷ সাংবাদিক বৈঠক ডেকে সূর্যকান্ত বলেন, ‘‘রাজ্যে সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছে৷ বোম-গুলির লড়াই চলছে৷ সাংসদ-বিধায়করাও ছাড় পাচ্ছেন না৷ রাজ্যে অরাজকতা চলছে৷ এই পরিস্থিতির মধ্যে আমাদের প্রার্থীরা আজও মনোনয়ন জমা দিতে পারেননি৷ ফলে, আমরা আগামিকাল হাই কোর্টে যাব৷’’ কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে এদিন সূর্যকান্ত বলেন, ‘‘এই সরকার কমিশনকে হাতের পুতুল করে রেখেছে৷ এই কমিশনারকে দিয়ে রাজ্যে সুষ্ঠুভাবে ভোট করানো যাবে না৷ ভোট নিয়ে যা চলছে, তাতে রাজ্যের মানুষের গণতান্ত্রিক অধিকার এখন প্রশ্নের মুখে৷ অবিলম্বে এই পরিস্থিতির বদল প্রয়োজন৷’’
[ মনোনয়নের নামে প্রহসন চলছে, মমতাকে কাঠগড়ায় তুলে তোপ মুকুলের ]
বামেদের সুরে সুর মিলিয়ে এদিন বিজেপিও নতুন করে হাই কোর্টের দ্বারস্থ হবে বলে জানান দিলীপ ঘোষ৷ সাংবাদিক বৈঠক ডেকে রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘‘রাজ্যে ৩৫৬ ধারা জারির পরিস্থিতি তৈরি হয়েছে৷ তবে আমরা এখনই এই দাবি তুলছি না৷ আমরা আগেই বলেছিলাম, পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না রাখা হলে এই পরিস্থিতি হবে৷ আজ আমাদের সাড়ে বারশো কর্মী আক্রান্ত হয়েছে৷ সিউড়িতে আমাদের সংখ্যালঘু মোর্চার জেলা সাধারণ সম্পাদক শেখ দিলদারকে গুলি করে খুন করা হয়েছে৷ রাজ্য জুড়ে ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে৷ প্রশাসন, কমিশন ও শাসকদল রাজ্যে ভোট ভন্ডুল করে দিতে চাইছে৷ এর বিরুদ্ধে আমরা হাই কোর্টের দ্বারস্থ হব৷’’ বিজেপি ও বাম সূত্রে জানা গিয়েছে, মনোনয়ন পেশে বাধা দেওয়ার অভিযোগ তুলে মঙ্গলবার নতুন করে মামলা দায়ের করতে হতে পারে বিজেপি৷ একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিও জানানো হতে পারে বিজেপির তরফে৷ এদিন কৈলাশ বিজয়বর্গীয় বলেন, রাজ্যে অরাজকতা চলছে। যা ঘটনা হয়েছে, তার ভিডিও ক্লিপিংস রাষ্ট্রপতিকে দেখানো হবো। সব জানানো হবে। ২৬ অথবা ২৭ এপ্রিল রাষ্ট্রপতির সময় চাওয়া হয়েছে বল জানালেন তিনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.