Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: গোঁজ প্রার্থী নিয়ে কড়া শাসকদল, অভিষেকের নির্দেশে ৫৬ নেতাকে সাসপেন্ড তৃণমূলের

আগেই সতর্ক করেছিলেন অভিষেক।

Panchayat Election: Abhishek Banerjee directs to suspend 56 members of TMC | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 24, 2023 3:23 pm
  • Updated:June 24, 2023 3:55 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election) গোঁজ প্রার্থী নিয়ে কড়া তৃণমূল। এনিয়ে হুঁশিয়ারি আগেই ছিল। এবার হাতেগরম সেই প্রমাণ দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একসঙ্গে ৫৬ জনকে তৃণমূল কর্মীকে সাসপেন্ড করতে চলেছে দল। জেলা সভাপতিরা সাংবাদিক সম্মেলন করে কোন জেলা থেকে কতজনকে সাসপেন্ড করা হচ্ছে, তার খতিয়ান দেবেন। এমনই খবর তৃণমূল (TMC) সূত্রে।

দলীয় সূত্রে জানা দিয়েছে, নদিয়া জেলায় সবথেকে বেশি সংখ্যক তৃণমূল নেতার উপর কোপ পড়েছে। দলবিরোধী কাজ কিংবা নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাহার না করায় নদিয়া জেলার ২১ জন নেতাকে সাসপেন্ড করা হচ্ছে। এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুরে। সেই জেলার ১৭ জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। বাকিরা অন্যান্য জেলার তৃণমূল সদস্য। 

Advertisement

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে ফের অশান্ত মুর্শিদাবাদ, বোমা বাঁধার সময় মৃত্যু যুবকের]

সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে দলের কেউ মেনে না নিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এবার পুরুলিয়া থেকে অভিষেক জানালেন, প্রার্থীকে কেউ না মানলেই বহিষ্কার করা হবে। প্রার্থী না হতে পেরে অনেকেই সাময়িকভাবে দলের সঙ্গে দূরত্ব বাড়ান। পরে আবার তাঁদের ফিরে আসতে দেখা যায়। এবার অভিষেক সাফ জানিয়ে দিয়েছিলেন, প্রার্থী না হতে পেরে যাঁরা নির্দল হয়ে লড়বেন, তাঁদের আর কখনই দলে নেওয়া হবে না। তাঁর সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। একলপ্তে ৫৬ নেতাকে সাসপেন্ড করছে তৃণমূল।

[আরও পড়ুন: ‘পঞ্চায়েতের হাল ফেরাও, গ্রাম বাংলায় লাল ফেরাও’, ভোট চাইতে গান বাঁধল বামেরা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement