Advertisement
Advertisement
Panchayat Election 2023

‘এত হত্যার দায় কার, রাজ্য নির্বাচন কমিশনার হাত তুলবেন?’, রাজীব সিনহাকে তীব্র ভর্ৎসনা রাজ্যপালের

কমিশনার রাজধর্ম পালন না করলে রাজ্যপাল করবে, বললেন বোস।

Panchayat Election 2023: WB Governor slams election commissioner on violence before Panchayat Election | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 6, 2023 2:06 pm
  • Updated:July 6, 2023 2:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি ব্যাথিত, তিনি আহত, রাজ্য নির্বাচন কমিশনারের অকর্মণ্যতায় তিনি দুঃখিত। বুধবার ভরদুপুরে রাজভবনে বসে রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) যা বললেন, তার মর্মার্থ এটাই। রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে কার্যত বেনজির ভাষায় ভর্ৎসনা করলেন রাজ্যপাল। কখনও মহাভারত, কখনও শেক্সপিয়ার, কখনও টি এন সেশন, কখনও স্বামী বিবেকানন্দ। রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে ‘রাজধর্ম’ পালনে রাজীব সিনহা কতটা ব্যর্থ, বোঝাতে উপরের সকলের মন্তব্য উদ্ধৃত করেছেন রাজ্যপাল।

সিভি আনন্দ বোসের দাবি, “বাংলার পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) মানবাধিকার এবং গণতন্ত্রের হত্যা হচ্ছে। গণতন্ত্রকে অবদমিত করছে গুণ্ডাতন্ত্র। বাংলা চিত্ত যেথা ভয়শূন্যর ভূমি। গুরুদেবের ভূমিতে হিংসার তাণ্ডব চলতে পারে না। বাংলায় হিংসার কোনও স্থান নেই। হিংসার ছবি দেখে আমি শঙ্কিত, মা-বোনেদের চোখে জল দেখেছি, পিতৃহারা শিশুর কান্না শুনেছি। যেন নরক থেকে শয়তান জেগে উঠেছে।” আলাদা আলাদা জায়গার দৃষ্টান্ত তুলে ধরে রাজ্যপাল বলেন, ক্যানিং, ভাঙড়, বাসন্তী, কোচবিহার, মুর্শিদাবাদ,  মালদহ, চোপড়া জ্বলছে। এত রক্ত, এত হত্যা, ঘাতক কে? রাজ্য নির্বাচন কমিশনার (State Election Commissioner) কি হাত তুলবেন? আপনার জানা উচিত খুনি কে? ভোট সুষ্ঠুভাবে করার সব দায়িত্ব আপনার?”

Advertisement

[আরও পড়ুন: রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ, নীতীশের NDA প্রত্যাবর্তনের জল্পনা, ‘খাপ্পা’ চিরাগ পাসওয়ান]

রাজীব সিনহাকে (Rajiva Sinha) সি ভি আনন্দ বোসের প্রশ্ন, “কেন এত হিংসা? মিস্টার রাজ্য নির্বাচন কমিশনার আপনার কর্তব্য কি আপনি করেছেন? আপনার কর্তব্য কি আপনি জানেন?” কমিশনারের অকর্মণ্যতার জন্য রাজ্যপাল নিজে দুঃখপ্রকাশ করেছেন। আনন্দ বোসের বক্তব্য,”আমি আপনাকে নিয়োগ করেছি, আপনি মানুষকে হতাশ করেছেন। মানুষ বলছে, নকল ব্যালট পেপার ছাপা হচ্ছে। আধিকারিকরা নিস্ক্রিয়, মৃত্যু দেখেও নিস্ক্রিয়। এটা সত্যের বিরুদ্ধে হিংসার লড়াই, আপনি কার পক্ষে দাঁড়াবেন, সত্যের পক্ষে? নাকি হিংসার পক্ষে?” নির্বাচন কমিশনারের কাছে রাজ্যপালের আহ্বান,” মানুষকে হতাশ করবেন না। এখনও সময় আছে। মানুষের রক্তে রাজনীতির হোলি বন্ধ হোক। আগুন আর রক্ত নিয়ে খেলা হচ্ছে। মাঠে নামুন। মানুষের কন্ঠস্বর শুনুন। মানুষের কথাই ঈশ্বরের কথা।”

[আরও পড়ুন: কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে বাধ্যতামূলক নয় PhD, জানাল UGC]

রাজ্যপালের এই দীর্ঘ বক্তব্যকে অবশ্য বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন,”গোটা রাজ্যে শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন হচ্ছে। সেখানে মাত্র ৭-৮টা বুথের ঘটনা নিয়ে এত প্রলাপের কোনও অর্থ হয় না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement