Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: রাজভবনের পিস রুমে জমা পড়া অভিযোগ জানাতে হবে আদালতে! রাজীবকে নির্দেশ রাজ্যপালের

রাজভবনে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলও।

Panchayat Election 2023: WB Governor directs Rajiva Sinha to submit complains of peace room to Calcutta HC
Published by: Paramita Paul
  • Posted:July 13, 2023 10:22 am
  • Updated:July 13, 2023 10:27 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোট (Panchayat Election 2023) মিটেছে তবু রাজ্য-রাজভবন মিটছে না! পঞ্চায়েত নির্বাচন সংক্রান্ত হিংসার অভিযোগ শুনতে রাজভবনে পিস রুম চালু করেছিলেন রাজ্য়পাল সিভি আনন্দ বোস। সেখানে অভিযোগের পাহাড় জমা পড়েছে বলে খবর। এবার সেই সমস্ত অভিযোগ আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল রাজ্য নির্বাচন কমিশনকে। নির্দেশ দিয়েছেন খোদ রাজ্যপাল, খবর রাজভবন সূত্রে। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা ঘিরে চাপানউতোর শুরু হয়েছে নতুন করে। এদিকে বৃহস্পতিবারই রাজভবনে গিয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্য়পালের থেকেও তাঁরা ভোট-হিংসার রিপোর্ট নেবেন।

পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) মনোনয়ন পর্ব থেকে রাজ্যের বেশ কয়েকটি এলাকায় অশান্ত পরিবেশ তৈরি হয়েছিল। প্রাণ হারিয়েছেন বহু মানুষ। আলোচনার কেন্দ্রে উঠে এসেছে ভাঙড়, ক্যানিং, দিনহাটা, মুর্শিদাবাদের একাধিক এলাকা। বিরোধী শিবিরের অনেকে মনোনয়ন (Nomination) জমা দিতে পারেননি বলে অভিযোগ করেছিলেন। এসব কানে পৌঁছতেই উদ্বিগ্ন হয়ে এলাকা পরিদর্শনে ছুটে যান রাজ্যপাল সি ভি আনন্দ বোস। আর তারপর তিনি রাজভবনেই ‘পিস রুম’ (Peace Room) খোলেন। তা চালু হতেই কার্যত নালিশের পাহাড়। এমনকী বিজেপি সাংসদ রাজু বিস্তাও নিরাপত্তা নিয়ে ইমেল করে রাজভবনের সাহায্য চেয়েছেন। ভোটগণনার দিন অবধি সেখানে জমা পড়া সমস্ত অভিযোদ আদালতে পেশ করতে হবে, রাজ্য় নির্বাচন কমিশনকে এমনই নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।

Advertisement

[আরও পড়ুন: বুথেই সেরিব্রাল অ্যাটাক, হাসপাতালে মৃত্যু ভোটকর্মীর, কমিশনের বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের]

উল্লেখ্য়, পঞ্চায়েত ভোট মিটলেও আদালতে ভোট সংক্রান্ত মামলার এখনও নিষ্পত্তি হয়নি। বরং জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর। অর্থাৎ গণনাপর্ব মেটার পরও গোটা ভোট প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা কাটেনি না। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের (State Election Commisssion) কাছে রিপোর্ট করেছে আদালত। কমিশন যাঁদের জয়ী ঘোষণা করেছেন, তাঁদের জয় মামলার প্রেক্ষিতে আদালতের রায়ের পরেই চূড়ান্ত হবে। এর মাঝেই রাজ্যপালের এই নির্দেশ ঘিরে জটিলতা আরও বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

[আরও পড়ুন: খোলা বাজারে বিকোচ্ছেই কচ্ছপ! গাঁটের কড়ি খরচ করে উদ্ধার কলেজ ছাত্রীর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement