Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

পঞ্চায়েতে ৫১ শতাংশের বেশি মানুষের সমর্থন তৃণমূলে, দ্বিতীয় স্থানে বিজেপিকে টক্কর বাম-কংগ্রেস জোটের

ভোট শতাংশে কোথায় বামেরা?

Panchayat Election 2023: TMC to get most number of seats | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:July 13, 2023 10:27 am
  • Updated:July 13, 2023 8:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা অভিযোগ। বিরোধীদের চিল চিৎকার। মামলার ঘনঘটা। কিন্তু দিনের শেষে গ্রাম বাংলায় অপ্রতিহত দাপট বজায় থাকল তৃণমূল (TMC) কংগ্রেসেরই। হিসাবে বলছে, রাজ্যের ২০টি জেলা পরিষদের ২০টিই শাসকদলের দখলে। এর মধ্যে ৯টিতে বিরোধীরা একটি আসনও জেতেনি। ব‌্যত‌্যয় নেই গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিতেও। মোট ২৫৪টি পঞ্চায়েত সমিতির মধ্যে তৃণমূলের দখলে ২৪২টি পঞ্চায়েত সমিতি। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে ২,৬৩৪টি গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। বিজেপির দখলে ২২০টি। ত্রিশঙ্কু ২০৩টি গ্রাম পঞ্চায়েত।

এতো গেল শুধু আসনের সংখ্যা। ভোটের হারের যে হিসাব পাওয়া যাচ্ছে, সেটা আরও চমকপ্রদ। এবং তাতেও নিরঙ্কুশ প্রাধান‌্য তৃণমূলেরই। বিধানসভা নির্বাচনের থেকেও গ্রামের ভোটে সমর্থন বেড়েছে শাসকদলের। এখনও পর্যন্ত পাওয়া হিসাব অনুযায়ী, ৫১.১৪ শতাংশ ভোট পেয়েছে শাসক দল। অর্থাৎ গ্রাম বাংলার অর্ধেকের বেশি মানুষের সমর্থন তৃণমূলের দিকে। বিজেপি নেমেছে ২২.৮৮ শতাংশে। গত বিধানসভা নির্বাচনের তুলনায় যা প্রায় ১৫ শতাংশ কম। দল হিসাবে বিজেপিই দ্বিতীয়। যদিও এই দ্বিতীয় স্থানটি আবার দাবি করছে বাম-কংগ্রেস জোটও।

Advertisement

[আরও পড়ুন: ত্রিপুরেশ্বরী‌ মন্দির লাগোয়া দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল! তদন্তে পুলিশ]

নির্বাচন কমিশনের হিসাব অনুযায়ী, পঞ্চায়েতে সিপিএম (CPIM) পেয়েছে ১২.৫৬ শতাংশ ভোট। তাদের জোটসঙ্গী কংগ্রেসের (Congress) হাল আরও শোচনীয়, ঝুলিতে ৬.৪২ শতাংশ ভোট। যদিও গত বিধানসভা নির্বাচনের তুলনায় এই সংখ্যাটা অনেকটাই বেশি। এর সঙ্গে আইএসএফের ভোট যোগ করলে এবার জোটের ভোট বেড়ে ২১ শতাংশ হবে। রাজ‌্য সিপিএমের তরফে দাবি করা হয়েছে, একুশের বিধানসভা ভোটের থেকে এবার পঞ্চায়েতে তাদের ১১ শতাংশ ভোট বৃদ্ধি পেয়েছে। একুশের ভোটে সিপিএম-কংগ্রেস-আইএসএফের মিলিত প্রাপ্ত ভোট ছিল ১০ শতাংশ। সেটা এবার ২১। বিজেপির থেকে সামান্য কম। তবে বাম সমর্থিত নির্দল এবং অন্য বাম শরিকগুলির ভোট যোগ করলে সেটা বিজেপিকে টপকে যাবে বলেই দাবি বাম শিবিরের। যদিও পঞ্চায়েতে অনেক ক্ষেত্রেই বাম এবং কংগ্রেস জোট ভুলে সরাসরি লড়াই করেছে বাম ও কংগ্রেস।

[আরও পড়ুন: ত্রিপুরেশ্বরী‌ মন্দির লাগোয়া দিঘি থেকে উদ্ধার নরকঙ্কাল! তদন্তে পুলিশ]

বামেরা আরও বলছে, সময়ের অভাবে পঞ্চায়েত (Panchayat Election 2023) স্তরে সার্বিক এবং পরিকল্পিত জোট করা যায়নি। সেটা করা গেলে ফলাফল আরও ভাল হত। আগামী দিনে লোকসভা নির্বাচনে সার্বিক জোট হলে বিজেপির তুলনায় ভাল ফল করার ব্যাপারে আশাবাদী বাম সমর্থকরা। তাঁরা বলছেন, বাংলার রাজনীতিতে বর্তমানে আসল বিরোধী শক্তি আসলে তারাই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement