গোবিন্দ রায়: পুলিশি নোটিসকে চ্যালেঞ্জ করে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোটের (Panchayat Election 2023) আগে কাঁথি থানার পুলিশ তাঁকে নোটিস দিয়ে নজরবন্দি করার চেষ্টা করছে বলেই অভিযোগ। শুক্রবারই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলার শুনানি।
কাঁথির করকুলি ১৫ নম্বর ওয়ার্ডে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জ। কাঁথির আওতাধীন করকুলি তাঁর জন্মস্থান। অন্যদিকে তিনি নন্দীগ্রাম ১ ব্লকের নন্দনায়কবাড়ের ভোটার। আগামী শনিবার রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ভোট। নন্দনায়কবাড়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার কথা বিরোধী দলনেতার। বৃহস্পতিবার ভোটের প্রচার শেষের পরই তাঁকে চিঠি পাঠালেন কাঁথির থানার আইসি। শুভেন্দুর হয়ে সে চিঠি গ্রহণ করেন তাঁর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী। নির্বাচন কমিশনের নিয়মাবলী মনে করিয়ে কাঁথি থানার আইসি’র তরফে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে চিঠি পাঠানো হয়। বুথে নিরাপত্তা রক্ষী নিয়ে ঢোকার ক্ষেত্রে যে নিয়ম তা মনে করিয়ে দেওয়া হয় ওই চিঠিতে। যেখানে কাঁথির থানার ইন্সপেক্টর ইনচার্জের সই রয়েছে।
চিঠির মাধ্যমে তাঁর গতিবিধি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে বলেই অভিযোগ শুভেন্দুর। আর ওই চিঠিকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা। বিচারপতি অমৃতা সিনহা তাঁকে মামলা দায়ের করার অনুমতি দেন। বিচারপতির পর্যবেক্ষণ, “আপনার কী মনে হয় না এটা প্রধান বিচারপতির কাছে বলা দরকার।” এদিনই বিচারপতি সিনহার এজলাসে মামলার শুনানির সম্ভাবনা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.