গোবিন্দ রায়: রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার প্রধান বিচারপতির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার।
পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে। সেই মর্মে প্রথমে বেশ কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়। তবে পরবর্তীতে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কমিশনকে নির্দেশ দেন, ভোটের দিন রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এ প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা প্রথমে জানিয়েছিলেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ করা হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে কার্যত ভোলবদল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কমিশন এবং রাজ্যও।
শোনা যাচ্ছে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে পৃথকভাবে মামলা দায়ের করা হবে। সূত্রের খবর, শনিবার শীর্ষ আদালতে এ নিয়ে আলাদা মামলা দায়ের করবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। এদিকে হাই কোর্টের নির্দেশের বিরোধিতায় মামলা হতে পারে, এমনটা ধরে নিয়ে আগেই ক্যাভিয়েট ফাইল করেছে বিরোধী দল বিজেপি ও কংগ্রেস।
শোনা যাচ্ছে, মামলা দায়েরের পর চলতি সপ্তাহেই মামলার শুনানির আবেদন জানানো হবে সুপ্রিম কোর্টের কাছে। তবে এই সপ্তাহে শুনানির সম্ভাবনা কম। মামলা গ্রহণ করা হলে সোমবার শুনানি হতেও পারে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.