Advertisement
Advertisement
panchayat poll verdict

Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, সুপ্রিম কোর্টে যাচ্ছে কমিশন ও রাজ্য

২৪ ঘণ্টার মধ্যেই কার্যত ভোলবদল কমিশনের।

Panchayat Election 2023: State EC, Bengal govt to move SC over Calcutta HC's panchayat poll verdict | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 16, 2023 9:02 pm
  • Updated:June 16, 2023 9:42 pm  

গোবিন্দ রায়: রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী দিয়েই করতে হবে পঞ্চায়েত ভোট। এমনই নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এবার প্রধান বিচারপতির সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার।

পঞ্চায়েতে মনোনয়ন জমা দেওয়া নিয়ে বিক্ষিপ্ত অশান্তির মাঝেই হাই কোর্টের দ্বারস্থ হয় বিরোধীরা। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচনের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে। সেই মর্মে প্রথমে বেশ কয়েকটি জেলাকে স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়। তবে পরবর্তীতে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম কমিশনকে নির্দেশ দেন, ভোটের দিন রাজ্যের সর্বত্রই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। এ প্রসঙ্গে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা প্রথমে জানিয়েছিলেন, হাই কোর্টের নির্দেশ অনুযায়ীই পদক্ষেপ করা হবে। কিন্তু ২৪ ঘণ্টার মধ্যে কার্যত ভোলবদল। কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যাচ্ছে কমিশন এবং রাজ্যও।

Advertisement

[আরও পড়ুন: মনোনয়নে নিরাপত্তা দিতে ‘ব্যর্থ’ পুলিশ, ভাঙড় ও বসিরহাট নিয়ে রিপোর্ট তলব হাই কোর্টের]

শোনা যাচ্ছে, রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের তরফে পৃথকভাবে মামলা দায়ের করা হবে। সূত্রের খবর, শনিবার শীর্ষ আদালতে এ নিয়ে আলাদা মামলা দায়ের করবে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। এদিকে হাই কোর্টের নির্দেশের বিরোধিতায় মামলা হতে পারে, এমনটা ধরে নিয়ে আগেই ক্যাভিয়েট ফাইল করেছে বিরোধী দল বিজেপি ও কংগ্রেস।

শোনা যাচ্ছে, মামলা দায়েরের পর চলতি সপ্তাহেই মামলার শুনানির আবেদন জানানো হবে সুপ্রিম কোর্টের কাছে। তবে এই সপ্তাহে শুনানির সম্ভাবনা কম। মামলা গ্রহণ করা হলে সোমবার শুনানি হতেও পারে।

[আরও পড়ুন: ‘বিশ্বখ্যাত অধিনায়কের কাছ থেকে এটা আশা করিনি’, সৌরভকে আক্রমণ প্রাক্তন পাক অধিনায়কের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement