Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: ‘হিংসা নিয়ন্ত্রণে, দু-তিনটে ছোট ঘটনা ঘটেছে’, পঞ্চায়েত অশান্তি নিয়ে দাবি রাজ্যের ডিজি’র

হিংসা রুখতে পুলিশ ভাল কাজ করছে বলে দাবি ডিজি'র।

Panchayat Election 2023: No violence in state ahead of Panchayat Election, says WB DG | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:July 4, 2023 2:42 pm
  • Updated:July 4, 2023 4:21 pm  

অর্ণব আইচ: গত ৮ জুন পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election 2023) নির্ঘণ্ট ঘোষণা হয়। আর তারপর থেকে এখনও পর্যন্ত বাংলায় অশান্তি ও হিংসার বলি ১৩ জন। বিরোধীরা বারবার হিংসার ঘটনা তুলে ধরে সরব হচ্ছেন। এই সংক্রান্ত একের পর এক মামলা দায়ের হচ্ছে আদালতে। কিন্তু এমতাবস্থাতেও রাজ্যের ডিজি মনোজ মালব্য বলে দিচ্ছেন, হিংসার ঘটনা একেবারই নিয়ন্ত্রণে রয়েছে।

মঙ্গলবার বিহার ও ঝাড়খণ্ডের ডিজি সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের ডিজি মনোজ মালব্য জানান, এই রাজ্যে বড় ধরনের কোনও হিংসার ঘটনা হয়নি। তিনি বলেন, “রাজ্যে হিংসার ঘটনা সবই নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা খুব ভালই জানেন যে রাজনৈতিক হিংসার চেহারা অনেকক্ষেত্রে আরও ভয়ংকর হয়ে থাকে। আর এখানে যা ছোটখাটো ঘটনা ঘটেছে, তা ভোট না থাকলেও ঘটে থাকে। তাছাড়া শুধু পঞ্চায়েতের জন্যই যে হিংসা হচ্ছে এমন ব্যাপার নয়। ছোট ঘটনাকে বড় করে দেখাচ্ছে মিডিয়া।”

Advertisement

[আরও পড়ুন: প্রচারে গিয়ে কপ্টার দুর্ঘটনায় চোট, মুখ্যমন্ত্রীর হাঁটুতে অপারেশনের সম্ভাবনা]

এরপরই তিনি জানান, হিংসা রুখতে সর্বদা তৈরি পুলিশ-প্রশাসন। মনোজ মালব্য়র কথায়, “দু-তিনটি ছোট ঘটনা ঘটেছে। যাতে পুলিশ সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে। পুলিশ ভাল কাজ করছে। উপরতলা থেকে স্পষ্ট নির্দেশ আছে, কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে। তাই পঞ্চায়েত নির্বাচন ভালভাবেই হবে।”

দিনহাটা থেকে ক্যানিং, বাসন্তী থেকে চোপড়া- পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে লাগাতার নানা হিংসার ঘটনা উঠে এসেছে শিরোনামে। কখনও মনোনয়ন জমা দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ গিয়েছে দলীয় নেতা-কর্মীর তো কখনও বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনা ঘটেছে। অশান্তির ঘটনায় বিরোধীদের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনকে একহাত নেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। তবে রাজ্যের ডিজি সাফ জানিয়ে দিচ্ছেন, দু-তিনটে ছোট ঘটনা ছাড়া বাংলায় হিংসা সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

[আরও পড়ুন: ‘চাকরি কীভাবে করে দেখব’, সিভিক ভলান্টিয়রদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মন্ত্রীর ভাই]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement