Advertisement
Advertisement
Panchayat Election 2023

Panchayat Election 2023: ফের দুর্নীতি ও হিংসা নিয়ে খোঁচা, ‘ধর্মযুদ্ধ’ শুরুর বার্তা রাজ্যপালের

ভোটের ফলের দিনই রাজ্যপালের নিশানায় 'হিংসা' ও 'দুর্নীতি'।

Panchayat Election 2023: Governor CV Ananda Bose lashes out at govt | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Subhajit Mandal
  • Posted:July 11, 2023 6:13 pm
  • Updated:July 11, 2023 6:13 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের (Panchayat Election 2023) দিনের মতো ভোট গণনার দিনও হিংসা নিয়ে সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Aanda Bose)। নাম না করে দুর্নীতি এবং ভোট হিংসা ইস্যুতে শাসকদলকে খোঁচা দিলেন তিনি। রাজ্যপালের বার্তা, বাংলায় হিংসা এবং দুর্নীতির বিরুদ্ধে ধর্মযুদ্ধ প্রয়োজন।

ভোটের দিনের মতো ভোট গণনার দিনও গ্রাউন্ড জিরোতে নেমেছিলেন রাজ্যপাল। এদিন ভাঙড়ে গণনাকেন্দ্রে নিজে গিয়ে পরিস্থিতি দেখে আসেন তিনি। পরে রাজভবনে সাংবাদিক বৈঠকে বলেন,”গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হল হিংসা। গণতন্ত্রের দ্বিতীয় বড় শত্রু দুর্নীতি। দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে ক্রুসেড প্রয়োজন। ভোটের দিনে এক ফোঁটা রক্তপাতও সার্বভৌমত্বের উপর হামলা।”

Advertisement

[আরও পড়ুন: ভোটগণনার মাঝেই পুনর্নির্বাচনের দাবি শুভেন্দুর! হাই কোর্টে দায়ের মামলা]

রাজ্যপাল বলছেন, “গণতন্ত্রে সব দল গুরুত্বপূর্ণ। ছোট-বড় কোনও দলকেই কম গুরুত্বপূর্ণ ভাবার কারণ নেই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ।” সিভি আনন্দ বোস বলছেন, “রাজনৈতিক লড়াইয়ে ভিন্নমত থাকবেই। কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে।” বস্তুত, ভোটের দিনের মতো তীব্র আক্রমণ না হলেও এদিন গণতন্ত্রের ‘দর্শনে’র মাধ্যমে সেই শাসককেই বিঁধেছেন রাজ্যপাল।

[আরও পড়ুন: ভাঙড়ে নিজের ঘরেই হার আরাবুলের! গণনা শেষের আগেই ছাড়লেন গণনাকেন্দ্র]

তাৎপর্যপূর্ণভাবে ভোটের পরদিনই রাজ্যের হিংসা নিয়ে রিপোর্ট দিতে রাজ্যপাল উড়ে যান দিল্লিতে। সেখানে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে (Amit Shah) রিপোর্টও দেন তিনি। কিন্তু রাজ্যপাল রাজ্যের পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে ঠিক কী রিপোর্ট দিয়েছেন, সেটা নিয়ে এদিন মুখ খোলেননি তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement