Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: ‘কেন্দ্রীয় বাহিনী কাজ করবে রাজ্য পুলিশের অধীনে’, ‘নিয়ম’ জানালেন মুখ্যমন্ত্রী

কেন্দ্রীয় বাহিনী এখন বিজেপির বাহিনী, খোঁচা মমতার।

Panchayat Election 2023: CAPF will work under State Police during Vote says CM Mamata Banerjeee
Published by: Paramita Paul
  • Posted:July 4, 2023 11:25 pm
  • Updated:July 4, 2023 11:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রীয় বাহিনী নাকি রাজ্য পুলিশ, কার নজরদারিতে হবে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election 2023)? উত্তর পেতে জল গড়িয়েছে হাই কোর্টে। এর মাঝেই কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুখ খুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন, “মোতায়েন হলেও কেন্দ্রীয় বাহিনী কাজ করবে রাজ্য পুলিশের অধীনে। এবার এটাই নিয়ম।”

কেন্দ্রীয় বাহিনীর চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিল বিরোধীরা। তাঁদের দাবিতে সিলমোহর দিয়ে ৮২২ কোম্পানি বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে হাই কোর্ট। সেই মতো বাহিনী আসতে শুরু করেছে। একাধিক জেলায় মোতায়েনও হয়েছে। বুথের ভিতরে কেন্দ্রীয় বাহিনীর বদলে রাজ্য পুলিশ রাখতে চেয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু আদালত জানিয়েছে, দুই বাহিনীই মিলিয়ে মিশিয়ে মোতায়েন করতে হবে। এর মাঝেই আধাসেনা চাওয়া নিয়ে বিরোধীদের একহাত নিলেন মুখ্যমন্ত্রী।

Advertisement

[আরও পড়ুন: SAFF Championship Final: সাডেন ডেথে কুয়েত বধ, নবমবারের জন্য সাফ চ্যাম্পিয়ন ভারত]

এদিন তিনি বলেন, “আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এটা বিজেপি, সিপিএম করিয়েছে।” তবে “কেন্দ্রীয় বাহিনীকে ভয় পাওয়ার কারণ নেই” বলেও জানিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। একইসঙ্গে তাঁর বার্তা, “কেন্দ্রীয় বাহিনী অত্যাচার করলে পুলিশ ব্যবস্থা নেবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় বাহিনীকে আমরা সম্মান করি। কিন্তু তারা এখ বিজেপি বাহিনী হয়ে গিয়েছে। তাই শঙ্কা তো থাকবেই।” স্বাভাবিকভাবেই পঞ্চায়েত নির্বাচনের মাত্র তিনদিন আগে মুখ্যমন্ত্রী এধরনের মন্তব্য়ে বিতর্ক দানা বেঁধেছে।

[আরও পড়ুন: অপরাধীর খবর দিতে ডেকে খুন? রেললাইনের পাশ থেকে কনস্টেবলের দেহ উদ্ধার ঘিরে রহস্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement