Advertisement
Advertisement

Breaking News

Panchayat Election 2023

Panchayat Election 2023: পঞ্চায়েতে লড়তে পারবেন ভাঙড়ের ৮২ ISF প্রার্থী? বড় নির্দেশ কলকাতা হাই কোর্টের

বাতিল হয়েছিল ৮২ আইএসএফ প্রার্থীর মনোনয়ন।

Panchayat Election 2023: Calcutta HC order may give relief to 82 ISF candidates in Panchayat Election
Published by: Paramita Paul
  • Posted:June 26, 2023 4:36 pm
  • Updated:June 26, 2023 5:49 pm  

গোবিন্দ রায়: আচমকাই বাতিল হয়েছিল ৮২ আইএসএফ (ISF) প্রার্থীর মনোনয়ন। বিষয়টিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরা। সোমবার সেই মামলায় বড় রায় দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর নির্দেশ, বাদ যাওয়া ৮২ প্রার্থীর মনোনয়ন আবারও খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে হবে কমিশনকে। অভিযোগ সঠিক হলে তাঁদের ভোটে লড়াই করা অনুমতি দিতে হবে।

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) মনোনয়ন পর্বের শেষদিনে হাই কোর্ট নির্দেশ দিয়েছিল, বিরোধী প্রার্থীদের নিরাপত্তা দিয়ে মনোনয়নের ব্যবস্থা করতে হবে। কিন্তু ভাঙড়ে দুপুরের পর অশান্তি ছড়ায়। বোমাবাজি হয়। গুলি চলে। প্রাণ যায় তিনজনের। ফলে বহু আইএসএফ প্রার্থী সময়ের মধ্যে মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে পারেননি। পরে তাঁদের মনোনয়ন গ্রহণ হয়। স্ক্রুটিনিতেও কোনও সমস্যা হয়নি। আচমকা স্ক্রুটিনির পর কমিশনের ওয়েবসাইট থেকে বাদ যায় তাঁদের নাম। এরপরই হাই কোর্টের দ্বারস্থ হন ভাঙরের ৮২ জন ISF প্রার্থী।

Advertisement

[আরও পড়ুন: এখনই বন্ধ হোক পঞ্চায়েত ভোট, জারি হোক জরুরি অবস্থা! আরজি জানিয়ে হাই কোর্টে মামলা]

সেই প্রেক্ষিতে সোমবার হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দেন, সব অভিযোগ খতিয়ে দেখতে হবে কমিশনকে। অভিযোগ বৈধ হলে ৮২ জনকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়ার জন্য কমিশনকে নির্দেশ দেন বিচারপতি। তবে কমিশনকে ২৮ জুনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। তবে আদালতে এই আবেদন গ্রহণের বিরোধিতা করেছিল কমিশন ও রাজ্য।

[আরও পড়ুন: এখনই বন্ধ হোক পঞ্চায়েত ভোট, জারি হোক জরুরি অবস্থা! আরজি জানিয়ে হাই কোর্টে মামলা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement