Advertisement
Advertisement
Indian Army

ভারতীয় সেনায় পাকিস্তানি নাগরিক! নজরে বারাকপুর ক্যাম্প

বিচারপতি মান্থার এজলাসে দায়ের মামলা।

Pakistani citizens in Indian Army! Calcutta HC takes note
Published by: Paramita Paul
  • Posted:June 13, 2023 2:50 pm
  • Updated:June 13, 2023 3:32 pm  

গোবিন্দ রায়: ভারতীয় সেনায় (Indian Army) পাকিস্তানি নাগরিককে নিয়োগের অভিযোগ! দুই পাকিস্তানি নাগরিক এই মুহূর্তে বারাকপুরে সেনাবাহিনীর ক্যাম্পে কাজ করছে বলে অভিযোগ করে বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে CID-কে অভিযোগ গ্রহণের নির্দেশ কলকাতা হাই কোর্টের।

জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিচারপতির মন্তব্য, “আইএসআই ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে। এটা মারাত্মক অভিযোগ। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ।” এই মামলায় জিওসি ইন্টার্ন কমান্ড, সেনাবাহিনী ও মিলিটারি পুলিশকে পার্টি করার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

[আরও পড়ুন: IAS পরিচয় দিয়ে প্রেম-বিয়ে, মোটা টাকা হাতানোর চেষ্টা! পুলিশের জালে ‘গুণধর]

জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা ভারতীয় সেনায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে পাক নাগরিকদের নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাংলার বারাকপুর ক্যাম্পেই দুই পাক নাগরিক কাজ করছে বলেও মামলাকারীর দাবি। কিন্তু কীভাবে নিয়োগ পেলেন তাঁরা?  রীতিমতো স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ হয়েছে বলে অভিযোগ। এর পিছনে পুলিশ, প্রশাসনের একাংশের সহযোগিতা করেছে বলেও দাবি। অভিযোগ, পুলিশ-সহ প্রশাসনের একাধিক আধিকারিক জাল আবাসিক শংসাপত্র, জাতিগত শংসাপত্র বানিয়ে দিয়ে সহযোগিতা করছে। এ রাজ্যের পুলিশ, ভিন রাজ্যের পুলিশ, সেনাবাহিনীতে কর্মরত আধিকারিক এবং প্রভাবশালী ব্যক্তিরাও যুক্ত আছে বলে অভিযোগ। যুক্ত রয়েছে থানা ও পুরসভাও।

মামলা গ্রহণের পর উদ্বেগ প্রকাশ করেছেন বিচারপতি মান্থা। তাঁর পর্যবেক্ষেণ, “এটা মারাত্মক অভিযোগ। দেশের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ।” বিচারপতি আরও বলেন, “আইএসআই ভারতীয় সেনায় লোক ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে আশঙ্কা করা হচ্ছে।” সিআইডির প্রাথমিক রিপোর্ট তলব করা হয়েছে। ২৬ জুন মামলার পরবর্তী শুনানি।

[আরও পড়ুন: বউমাকে ঘরে তুলতে কোটি টাকা চান মুকুটমণির বাবা, বিজেপি বিধায়কের কাণ্ডে নয়া তথ্য পুলিশের হাতে]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement