Advertisement
Advertisement

Breaking News

Pahalgam Terror Attack

পহেলগাঁও জঙ্গিহানা কেড়েছে বাবাদের, বাংলার পিতৃহারা সন্তানদের শিক্ষার ভার ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটির

স্বজনহারানো বাংলার তিন পরিবারের সন্তানদের জন্য ১০ লক্ষ টাকা করে সাহায্য করবে এই সংস্থা।

Pahalgam Terror Attack: Bhawanipur Gujarati Education Society aid victims' children
Published by: Sucheta Sengupta
  • Posted:April 26, 2025 12:27 am
  • Updated:April 26, 2025 1:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সন্ত্রাসের আঁধারঘেরা দেশে কেবল বুলেট, বন্দুক, বোমার কারবার। আধুনিক শিক্ষার একবিন্দু আলোও সেখানে প্রবেশ করতে পারে না। আর তাই এত হত্যা, এত রক্ত! সন্ত্রাস জগতের এই ভয়াল চেহারা আবার দেখিয়েছে পহেলগাঁওয়ের (Pahalgam) বৈসরন উপত্যকা। ২৬ জন পর্যটকের প্রাণের বিনিময়ে অস্ত্রের ঝনঝনানি তুলে উল্লাসে মেতেছে জঙ্গিরা। নিহতদের এই তালিকায় রয়েছেন বাংলার তিনজন। অন্ধকার ঘনিয়ে এসেছে তাঁদের পরিবারে, বিশেষত সন্তানদের জীবনে।

Advertisement
অকৃপণ প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পহেলগাঁও বর্বরতার সাক্ষী।

কিন্তু দেশের ভবিষ্যৎ প্রজন্মকে তো এক জঙ্গি হামলার (Terror Attack) ধাক্কায় এভাবে শেষ হতে দেওয়া যায় না। ঘুরে দাঁড়িয়ে পালটা লড়াই করার শক্তি জোগাতে হবে। এই লক্ষ্য নিয়ে এক সাধু উদ্যোগে ব্রতী কলকাতার ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি। স্বজনহারানো বাংলার তিন পরিবারের সন্তানদের জন্য ১০ লক্ষ টাকা করে সাহায্য করবে এই সংস্থা।

ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটির প্রেস বিজ্ঞপ্তি।

গত ২২ এপ্রিলের জঙ্গি হামলায় (Terror Attack) প্রাণ হারিয়েছেন কলকাতার বৈষ্ণবঘাটার বিতান অধিকারী। ফ্লোরিডাবাসী বিতানের তিনবছরের এক সন্তান আছে। তাকে নিয়ে অকূল পাথারে পড়েছেন স্ত্রী সোহিনী। বিতানের মতোই বৈসরন ঘুরতে গিয়ে জঙ্গিদের বুলেটে ঝাঁজরা হয়েছেন বেহালার সমীর গুহ, পুরুলিয়ার মণীশরঞ্জন মিশ্র। তাঁর ১২ বছরের ছেলে সমৃদ্ধ ও ৬ বছরের মেয়ে পিতৃহারা। বাড়ির একমাত্র রোজগেরে সদস্যদের অকালপ্রয়াণে থমকে যেতে পারে ছেলেমেয়েদের পড়াশোনা। তা ভেবেই তাদের পাশে দাঁড়িয়েছে ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি। অর্থসাহায্য দিয়ে তাদের শিক্ষাজীবন এগিয়ে নিয়ে যেতে উদ্যোগী সোসাইটির সদস্যরা।

একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেই খবর জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। যার মূল নির্যাস, এই দুঃসময়ে দেশের ভবিষ্যৎ গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। পহেলগাঁওয়ের (Pahalgam) ভয়াবহ হামলা বহু সন্তানের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছে। তাদের শিক্ষা যাতে কোনওভাবে ব্যাহত না হয়, তার জন্যই এই উদ্যোগ ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটির। সত্যি! এই অন্ধকার সময়ে এভাবে এগিয়ে আসাই তো আসলে আলোর পথে দেখানো। তাই এই উদ্যোগে ভবানীপুর গুজরাটি এডুকেশন সোসাইটি সকলের প্রশংসা কুড়োচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement