Advertisement
Advertisement

Breaking News

মহিলাদের চুলের ক্লিপেই মেট্রো বিভ্রাট, দরজা খুলে রেখে ছুটল ট্রেন

প্রশ্নে মেট্রোর নিরাপত্তা।

Outstretched metro in women's hair clips, leaving the door open and running the train
Published by: Kumaresh Halder
  • Posted:September 14, 2018 2:47 pm
  • Updated:September 14, 2018 2:47 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়:  মেয়েদের মাথার ক্লিপেই মেট্রোতে দেখা দিল বিভ্রাট। ক্লিপের ভাঙা অংশ দরজার ভিতরে ঢুকে যান্ত্রিক ত্রুটির জেরে বন্ধই করা গেল না দরজা৷ সময় নষ্ট না করে দরজা খোলা রেখের বেলগাছিয়া থেকে কবি সুভাষ পর্যন্ত ছুটল মেট্রো৷ তবে, দুর্ঘটনা এড়াতে খোলা দরজা আগলে রাখেছিলেন আরপিএফ জওয়নরা৷ রিলে সিস্টেমে গেট পাহারাও দিতে দেখা গেল আরপিএফ জওয়ানদের৷

[রাজ্য শুল্ক কমালেও মিলছে না স্বস্তি, ফের বাড়ল জ্বালানির দাম]

যাত্রীরা জানিয়েছেন, শুক্রবার ১১টা নাগাদ, ডাউন ট্রেনটি বেলগাছিয়া ঢোকার পর যান্ত্রিক বিভ্রাট বুঝতে পারেন চালক৷ ট্রেনটি ছাড়ার মুহূর্তে দেখা যায়, প্রথম কামরার প্রথম দরজা বন্ধ হচ্ছে না৷ চালক ও আরপিএফ কর্মীরা দেখতে পান, স্লাইডিং দরজার ভিতরে মেয়েদের মাথার ক্লিপ৷ নাড়ানাড়িতে অর্ধেক ভেঙে হাতে এলেও বাকিটা থেকে যায় দরজার মাঝের অংশের মধ্যেই৷ দরজার প্যানেলের মধ্যে ক্লিপ আটকে যাওয়ার কারণে দরজা বন্ধ হয়নি৷ বহু চেষ্টার পর দরজা বন্ধ না হওয়ায়, সময় নষ্ট না করে ট্রেন ছোটানোর সিদ্ধান্ত নেন চালক ও গার্ড৷

Advertisement

[সেতুভঙ্গে মাথাচাড়া দিচ্ছে ফড়েরাজ, কড়া হুঁশিয়ারি মমতার]

যাত্রী নিরাপত্তার কথা ভেবে, রেল পুলিশকে দিয়ে গেট আগলে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ পরে নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে গোট খুলে রেখে যাত্রা শুরু করে ট্রেনটি৷ বেলগাছিয়ার কর্তব্যরত আরপিএফ কর্মী দরজা হাত দিয়ে আগলে রাখেন৷ চাঁদনিতে এসে আরপিএফ কর্মী বদল হয়৷ সেই অবস্থায় চলতে থাকে মেট্রো৷ মাঝেমধ্যেই চালক নেমে চেষ্টা করলেও দরজা বন্ধ করা সম্ভব হয়নি৷ ফলে ট্রেনটি সাময়িক বিলম্বে চলে শুরু করে৷

[ভাতের থালায় লুকিয়ে রহস্য! জঙ্গি আফতাবকে ঘিরে কড়া নিরাপত্তা]

কীভাবে দরজার ফাঁকে ঢুকল ক্লিপের অংশ? রেক পরিষ্কারের সময় কী কারো নজরে পড়েনি গোটা বিষয়টি? তাহলে কি রেল কর্তৃপক্ষের কোনও গাফিলতি রয়েছে? মেট্রো বিভ্রাটের পর প্রশ্ন তুলছেন যাত্রীদের একাংশ৷ যাত্রীদের অভিযোগ, এমনিতেই একাধিক মেট্রো স্টেশনে বিকল এক্স-রে মেশিন৷ কাজ করে না ডোরফ্রেম মেটাল ডিটেক্টর৷ আরপিএফ জওয়ানদের মধ্যেও রয়েছে গা ছাড়া ভাব৷ সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ শহরের লাইফলাইনের নিরাপত্তায় রয়েছে চূড়ান্ত গলদ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement