ফাইল ছবি।
স্টাফ রিপোর্টার: রাত থাকতেই সরকারি হাসপাতালের সামনে জমে ভিড়। ইট পেতে লাইন রাখেন রোগীর পরিজনেরা। তার পরেও অনেক সময় খালি হাতে ফিরতে হয় তাঁদের। এবার রোগীদের সেই সমস্যা দূর করতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্যভবন। আগামিকাল অর্থাৎ বুধবার থেকে আরও সকাল সকাল খুলবে সরকারি হাসপাতালের আউটডোর। জানেন নতুন সময়?
এতদিন সকাল ১০টা থেকে চালু হত সরকারি হাসপাতালের আউটডোর। স্বাস্থ্যভবনের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, রোগীদের ভোগান্তি কমাতে সকাল ৯টা থেকে চালু হবে আউটডোর। সমস্ত চিকিৎসক এসেছেন কি না, স্বাস্থ্যকর্মীরা হাজির হয়েছেন কি না তা জানিয়ে ৯টা ১৫ মিনিটে স্বাস্থ্যভবনের নির্দিষ্ট আধিকারিককে এসএমএস করে জানাতে হবে। এ বিষয়ে একজন নোডাল অফিসার নিয়োগ করছে স্বাস্থ্যভবন। যিনি প্রতিদিন বিস্তারিত রিপোর্ট স্বাস্থ্যভবনে দেবেন। বুধবার সকাল থেকেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম।
শুধু দৈনিক রিপোর্ট নয়, সাপ্তাহিক রিপোর্টও পাঠাতে হবে স্বাস্থ্যভবনে। যেখানে লেখা থাকবে কটায় আউটডোর খোলা হচ্ছে, কোন দিন কোন চিকিৎসক থাকছেন, কোন স্বাস্থ্যকর্মী কোন সময় আসছেন, তার পুঙ্খানুপুঙ্খ তথ্য। পাশে হাসপাতালের এমএসভিপির স্বাক্ষর। প্রতি সপ্তাহে এই রিপোর্টে স্বাস্থ্যভবনে পাঠাতে হবে সমস্ত সরকারি হাসপাতালকে।
প্রসঙ্গত, কলকাতার তুলনায় জেলার সরকারি হাসপাতাল থেকে বেনিয়মের অভিযোগ জমা হয় স্বাস্থ্যভবনে। অনেক ক্ষেত্রে দেখা যায় সঠিক সময় আউটডোর খোলে না। চিকিৎসক এলেও দেখা মেলে না স্বাস্থ্যকর্মীদের। ফলে দূর-দূরান্ত থেকে এলেও খালি হাতে ফিরতে হয় রোগীদের। এবার সেই বেনিয়মে লাগাম পড়াতে কঠোর পদক্ষেপ করল স্বাস্থ্য়দপ্তর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.