Advertisement
Advertisement
Swasthya Swathi

স্বাস্থ্যসাথী কার্ডে আর বেসরকারি হাসপাতালে হবে না হাড়ের অস্ত্রোপচার! নয়া নির্দেশিকা স্বাস্থ্যদপ্তরের

বেনিয়ম ঠেকাতে একাধিক কড়া পদক্ষেপ রাজ্যের।

Orthopedic teatment in private hospitals not covered under Swasthya Swathi scheme, says health department | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 2, 2023 4:55 pm
  • Updated:November 2, 2023 5:01 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাস্থ্যসাথী কার্ডে আর বেসরকারি হাসপাতালে হবে না হাড়ের অস্ত্রোপচার। স্বাস্থ্যসাথী প্রকল্পে বড় বদল আনল রাজ্য। তবে পথ দুর্ঘটনায় আহতদের জন্য় এই নিয়ম প্রযোজ্য নয়। স্বাস্থ্য়দপ্তরের তরফে জারি করা নয়া নির্দেশিকায় বলা হয়েছে, স্বাস্থ্য়সাথী কার্ডে হাড়ের অস্ত্রোপচার করার সুযোগ মিলবে শুধুমাত্র সরকারি হাসপাতালে।

স্বাস্থ্যসাথী প্রকল্পে বেনিয়ম, দুর্নীতির অভিযোগ তুলেছে বিরোধীরা। বেনিয়ম ঠেকাতে একাধিক কড়া পদক্ষেপ করেছে রাজ্য় সরকার। কখনও বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। এবার বেনিয়ম ঠেকাতেই জেলায়-জেলায় এই নির্দেশিকা পাঠিয়ে দেওয়া হয়েছে। গত এক বছর ধরে এই নিয়ম পরীক্ষামূলকভাবে মালদহ, মুর্শিদাবাদে কার্যকর ছিল। এবার গোটা রাজ্যে এই নিয়ম কার্যকর করা হচ্ছে বলে খবর।

Advertisement

[আরও পড়ুন: রোগীকে নার্সিংহোমে পাঠালে ব‌্যবস্থা, সরকারি চিকিৎসা কেন্দ্র নিয়ে নির্দেশ রাজ্যের]

নির্দেশিকায় বলা হয়েছে, সরকারি হাসপাতালে হাড়ের অস্ত্রোপচারের পরিকাঠামো না থাকলে তবেই বেসরকারি হাসপাতালে রেফার করা যাবে। সেক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে রেফারেল সার্টিফিকেট নিয়ে যেতে হবে বেসরকারি হাসপাতালে। সাক্ষর থাকতে হবে সরকারি হাসপাতালের সুপারের।

হাসপাতালে চিকিৎসার ক্ষেত্রে রাজ্যবাসীর সুবিধার্থে স্বাস্থ্যসাথী কার্ড চালু করে তৃণমূল সরকার। কিন্তু এই কার্ড ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বারবার। এই কার্ড দেখালেও মেলেনি পরিষেবা। যা নিয়ে বিক্ষোভ-বিতর্কও কম হয়নি। প্রশাসনের তরফে একাধিকবার সতর্ক করা সত্ত্বেও বেশ কিছু হাসপাতাল পরিষেবা দিতে রাজি হয়নি। এবার এই সমস্যা মেটাতে আরও কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এর জন্য শীঘ্রই চালু হবে প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট তৈরি করা হচ্ছে।

[আরও পড়ুন: নীতি কমিটির বৈঠকেই ‘অশালীন’ প্রশ্ন, ক্ষোভে ওয়াক আউট মহুয়া-সহ বিরোধী সাংসদদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement