Advertisement
Advertisement

Breaking News

প্রতিস্থাপন

মেমারির যুবকের অঙ্গে নতুন জীবন ৫ জনের, কাজে লাগছে ত্বকও

সোমবার সন্ধ্যায় ব্রেন ডেথ হওয়া যুবকের অঙ্গ সংগ্রহ করা হয়েছে৷

Organ transplant: Brain dead man gives life to five in Kolkata
Published by: Sucheta Sengupta
  • Posted:July 16, 2019 1:15 pm
  • Updated:July 16, 2019 1:15 pm  

অভিরূপ দাস: হৃদপিণ্ড, লিভার, কিডনি প্রতিস্থাপন তো আছেই৷ এবার শহর কলকাতায় অঙ্গদানের তালিকায় যুক্ত হল ত্বকও৷ দুর্ঘটনায় ব্রেন ডেথ হওয়া মেমারির যুবকের শরীরের অন্যান্য অংশের পাশাপাশি এবার ত্বকও কাজে লাগানো হচ্ছে বলে খবর৷

[আরও পড়ুন: বঙ্গীয় চলচ্চিত্র পরিষদের পরামর্শদাতা কমিটিতে বামপন্থী বিপ্লব!]

বর্ধমানের মেমারির বাসিন্দা বছর চৌত্রিশের চিন্ময় ঘোষ৷ গত বুধবার বাইক দুর্ঘটনার মুখে পড়ে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি হন৷ সেখান থেকে অস্ত্রোপচারের জন্য কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানেই সোমবার সন্ধেয় ব্রেন ডেথ হয়েছে চিন্ময়ের৷ ছেলের অঙ্গে যাতে আরও কয়েকজন নতুন জীবন ফিরে পান, তার জন্য অঙ্গদান করা হবে বলে সিদ্ধান্ত নেয় পরিবার৷ সেইমতো শুরু হয় অঙ্গ সংগ্রহের প্রক্রিয়া৷

Advertisement

আজ সকালে শহরে গ্রিন করিডর করে অঙ্গগুলি বিভিন্ন হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়৷ তার আগে অঙ্গগ্রহীতাদের তালিকা তৈরি হয়৷ কিডনি, লিভার, ত্বক, হৃদযন্ত্র বিভিন্ন অঙ্গ প্রতিস্থাপনের তোড়জোড় শুরু হয়৷ সেইমতো মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যায় চিন্ময়ের হৃদযন্ত্র৷ কিডনি, ত্বক এবং একটি লিভার নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে৷ আরেকটি লিভার পৌঁছয় অ্যাপোলো হাসপাতালে৷

[আরও পড়ুন: বিগত এক দশকের উষ্ণতম জুলাই কাটাচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ]

চেন্নাইয়ের সুরজিৎ পাত্র দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের অবস্থা ভাল ছিল না৷ তা প্রতিস্থাপনের জন্য কলকাতা থেকে চেন্নাইয়ের সর্বত্র ছুটে বেরিয়েছে তাঁর পরিবার৷ শেষে চিন্ময়ের সঙ্গে তাঁর রক্তের গ্রুপ এবং অন্যান্য বিষয় মিলে যাওয়ায়, চিন্ময়ের হৃদযন্ত্রই প্রতিস্থাপিত হচ্ছে সুরজিতের শরীরে৷ আরেকদিকে সিরোসিস অফ লিভারে ভুগছিলেন বনগাঁর বিধান অধিকারী৷ আজ তাঁর শরীরেও প্রতিস্থাপিত হবে চিন্ময়ের লিভার৷ এছাড়া কিডনি, আরেকটি লিভারও পাচ্ছেন আরও দু’জন৷ চিন্ময়ের ত্বক সম্ভবত মেডিক্যাল পড়ুয়াদের গবেষণা বা অন্য কোনও কাজের জন্য ব্যবহার করা হবে৷

এর আগেও বেশ কয়েকবার ব্রেন ডেথ হওয়া পর বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দানের নজির রয়েছে কলকাতায়৷ ইদানিং সচেতনতার কারণে সেই প্রবণতা বাড়ছে৷ মেমারির ঘোষ পরিবারও সেই নজিরই রাখল৷    

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement