সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুন না দুর্ঘটনা- বালিগঞ্জে কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রহস্য৷ গত শনিবার সানি পার্কের বহুতলে মৃত অবস্থায় পাওয়া যায় আবেশ দাশগুপ্তকে৷ প্রাথমিকভাবে আবেশ খুন হয়েছে বলে মনে হলেও, পরে পুলিশের তরফে জানানো হয় দুর্ঘটনার কারণেই তার মৃত্যু৷ যদিও আবেশের পরিবার তা মানতে নারাজ৷ আবেশ খুন হয়েছে বলেই বিশ্বাস তার মা রিমঝিম দাশগুপ্তর৷ এবার এ বিষয়ে সরব হল সাধারণ মানুষও৷ অনলাইন এক পিটিশন চালু করে চলছে সই সংগ্রহ৷ আবেশের মৃত্যুতে সুবিচার চেয়ে এই সই সমেত চিঠি মুখ্যমন্ত্রীর দফতরে জমা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ এই মুহূর্তে মুখ্যমন্ত্রী দিল্লিতে৷ ফিরেই আবেশের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে ইতিমধ্যেই প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
ধমনীতে গভীর ক্ষত ও রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে আবেশের, এমনটাই জানা গিয়েছে ময়নাতদন্তে৷ যদিও পুলিশি তরফে জানানো হয়েছে, লনে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে আবেশের৷ কিন্তু ফরেনসিক বিশেষজ্ঞদের মতে, হোঁচট খেয়ে মদের ভাঙা বোতলের উপর পড়ে গেলেও এমন গভীর ক্ষত সৃষ্টি হতে পারত না৷ এখানেই ঘনিয়েছে ধোঁয়াশা৷ তবে কি খুনকে দুর্ঘটনা বলে চালানোর চেষ্টা হচ্ছে? নেপথ্যে কি থেকে গিয়েছে কোনও প্রভাবশালী বা রাজনৈতিক চাপ? এরকমই প্রশ্ন ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়া জুড়ে৷ এবার আবেশের মৃত্যুতে সুবিচার চেয়ে অনলাইন পিটিশন চালু করা হল৷ সইসমেত এই পিটিশন মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে৷
আবেশের মৃত্যুতে সুবিচার পেয়ে সরব হচ্ছেন সেলেবরাও৷ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত মঙ্গলবার যান আবেশের বাড়িতে৷ প্রসঙ্গত, আবেশের বাবা প্রয়াত স্বাগত দাশগুপ্ত ছিলেন টলিপাড়ার পরিচিত মুখ৷ সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি৷ আবেশের মৃত্যুর যেন সঠিক তদন্ত হয়, এমনটাই প্রত্যাশা অভিনেত্রীর৷ এক মায়ের সন্তান চলে যাওয়া কখনওই সামাজিকভাবে কাম্য হতে পারে না৷ সকলের কাছেই তাঁর সন্তান একইরকম আদরের৷ কিন্তু সামাজিক পরিবেশ অনুকূল না হলে সন্তানের ভবিষ্যত সঠিক দিশা পেতে পারে না৷ আর তাই ইতিমধ্যেই বহু মানুষ আবেশের সুবিচারের আর্জি জানিয়ে সই করেছেন এই পিটিশন৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.