Advertisement
Advertisement

মন্ত্রীর মন্দিরে চুরি, চোরের কীর্তি জেনে অবাক পুলিশ

মন্ত্রীর অরূপ বিশ্বাসের মন্দিরে চুরির পরই ধরা পড়ে অভিযুক্ত।

One Shib Sankar Rajbahar was arrested from his residence for stolen gold bindiya
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 18, 2019 5:20 pm
  • Updated:December 18, 2019 5:20 pm

অর্ণব আইচ: সিসিটিভি ফুটেজের ভিত্তিতে মন্ত্রী অরূপ বিশ্বাসের মন্দিরে চুরির ঘটনায় জড়িত যুবকের সন্ধান পেল পুলিশ। তবে তাকে জিজ্ঞাসাবাদ করে যা তথ্য পেয়েছে পুলিশ তাতে চক্ষুচড়কগাছ তদন্তকারীদের। 

১৪ ডিসেম্বর রাতে আলিপুরের ৫৬০বি, ব্লক-এন-এ মন্ত্রী অরূপ বিশ্বাসের মন্দিরের জানলা ভেঙে হানা দেয় চোর। ১৯টি সোনার টিপ নিয়ে চম্পট দেয় অভিযুক্ত। অভিযোগ দায়েরের পরই পুলিশ আধিকারিক অমিতশংকর মুখোপাধ্যায়ের নেতৃত্বে তদন্ত শুরু করে নিউ আলিপুর থানার পুলিশ। তদন্তে নেমে বেহালার একটি সিসিটিভি ফুটেজের ভিত্তিতে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। এরপর দক্ষিণ ২৪ পরগনার বাসিন্দা শিবশংকর রাজবাহারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় খোয়া যাওয়া সোনার টিপও। এরপর ঘটনাচক্রে অভিযুক্তের স্ত্রীর মোবাইল নম্বর পান তদন্তকারীরা। সেই মহিলার সঙ্গে কথা বলে চাঞ্চল্যকর তথ্য পায় পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে অভিযুক্তকে জেরা করা হলে সব অভিযোগ স্বীকার করে নেয় অভিযুক্ত, এমনটাই দাবি পুলিশের।

Advertisement

[আরও পড়ুন: সাবালক ঘোষণার দাবিতে গণধর্ষণে অভিযুক্ত নাবালকের মনস্তাত্ত্বিক পরীক্ষা, রিপোর্ট পেল পুলিশ]

জানা গিয়েছে, অভিযুক্ত যুবক অত্যন্ত মার্জিত, রুচিশীল বলেই এলাকায় পরিচিত। শ্বশুরবাড়ির এলাকাতেও বেশ খ্যতি রয়েছে তাঁর। সেই ভাবমূর্তি অক্ষুন্ন রেখেই দিনের পর দিন চুরি করেছে ওই যুবক। স্ত্রীর কাছে গোটা বিষয়টি গোপন রাখতে স্ত্রী বাপের বাড়ি যেতে চুরি করত সে। স্বাভাবিকভাবে মন্দিরে চুরি করার সাহস খুব একটা কেউ দেখায় না, তবে এই যুবক বেছে বেছে মন্দিরেই চুরি করত সে। এর পিছনে কারণও রয়েছে। মন্দিরের সম্পদ যেহেতু ব্যক্তিগত সম্পত্তি নয়, সেই কারণে মন্দিরে চুরি হলে খুব কম ক্ষেত্রেই তা থানা পুলিশ পর্যন্ত গড়ায়। চুরির পিছনে অভিযুক্তের এই পরিকল্পনা হতবাক করেছে তদন্তকারীদের।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement