Advertisement
Advertisement

Breaking News

Garden Reach

গার্ডেনরিচ কাণ্ডে গ্রেপ্তার আরও ১, এবার পুলিশের জালে জমির মালিক

যে জমির উপর বেআইনি এই বহুতলটি তৈরি হচ্ছিল, সেটির মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সরফরাজ মালিক ওরফে পাপ্পু।

One more arrested in Garden Reach case on tuesday
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 19, 2024 9:07 pm
  • Updated:March 19, 2024 9:38 pm  

অর্ণব আইচ: গার্ডেনরিচ কাণ্ডে গ্রেপ্তার আরও ১। যে জমির উপর বেআইনি এই বহুতলটি তৈরি হচ্ছিল, সেটির মালিককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম সরফরাজ মালিক ওরফে পাপ্পু।

গার্ডেনরিচের বহুতল বিপর্যয় নিয়ে তোলপাড় রাজ্য। প্রশ্নের মুখে পুরসভার ভূমিকা। সোমবারই গ্রেপ্তার করা হয় প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে। এবার পুলিশের জালে ওই জমির মালিক। জানা গিয়েছে, ধৃত সরফরাজ মালিক ওরফে পাপ্পুর জমিতেই তৈরি হচ্ছিল বেআইনি ওই বহুতলটি। মঙ্গলবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। আগামিকাল তাঁকে তোলা হবে আদালতে। এদিকে এদিনই আদালতে তোলা হয়েছিল ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে। তাঁকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 

Advertisement

[আরও পড়ুন: একা বিজেপিই ৭,০০০ কোটি! সব বিরোধী মিলিয়ে ৬২০০ কোটি, প্রকাশ্যে নির্বাচনী বন্ডের আয়]

প্রসঙ্গত, গার্ডেনরিচের ৫১৩/৫, ফতেপুর ব্যানার্জি বাগান লেনের নির্মীয়মাণ বহুতলটি ভেঙে পড়ার পরই একাধিক তথ্য প্রকাশ্যে আসে। অভিযোগ ওঠে, অনুমোদন ছাড়া স্রেফ ক্ষমতার জোরে বহুতলটি বানাতে শুরু করেছিলেন ওয়াসিম। রবিবার মাঝরাতে সেখানেই নেমে এসেছে বিপর্যয়। আচমকা তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে বহুতলটি ভেঙে পড়ে পাশের বসতিতে। শেষ পাওয়া খর অনুযায়ী এখনও পর্যন্ত প্রাণহানির সংখ্যা ৯। উদ্ধারকাজ চলছে এখনও।      

[আরও পড়ুন: ‘হাতের সঙ্গে পা-ও চলবে, মারলে আওয়াজ হবে’, লোকসভার আগে ফের চাঁচাছোলা দিলীপ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement