অর্ণব আইচ: কসবায় কাউন্সিলরের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার স্কুটার চালক। বিহারের বৈশালী থেকে অভিযুক্ত লক্ষ্মণ শর্মাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ট্রানজিট রিমান্ডে তাকে নিয়ে আসা হবে কলকাতায়। ফলে মোট ধৃতের সংখ্যা বেড়ে হল ৭।
গত ১৫ নভেম্বর সন্ধ্যায় নিজের বাড়ির সামনে বসে থাকার সময় হামলা হয় কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর। বাইকে দুষ্কৃতীরা এসে তাঁকে খুব কাছ থেকে গুলি করে পালানোর চেষ্টা করে। তবে শেষ মুহূর্তে বন্দুকের ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি বেরয়নি। বরাতজোরে প্রাণে রক্ষা পান ১০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর। কলকাতা পুলিশ সিট গঠন করে তদন্তে নামে। গ্রেপ্তার করা হয় অন্যতম মূল চক্রী আফরোজ খান -সহ ৬ জনকে। এবার গ্রেপ্তার স্কুটার চালক লক্ষ্মণ শর্মা।
উল্লেখ্য, কসবা কাণ্ডের তদন্তে নেমে পুলিশ জানতে পারে অর্থ উপার্জনের জন্য কয়েকবছর আগে দুবাই চলে যায় আফরোজ খান। উদ্দেশ্য ছিল টাকা জমিয়ে আনন্দপুরের গুলশন কলোনিতে একটা জায়গা কেনা। টাকা জমিয়ে ওই এলাকায় ২০০০ বর্গফুটের একটা জায়গা কিনেছিল বলেই দাবি আফরোজের। কিন্তু পরবর্তিতে ঘটনাচক্রে মালিকানা নিয়ে সমস্যা দেখা দেয়। জায়গাটা হাতছাড়া হয়ে যায় আফরোজের। সেই সময় সমস্যা সমাধানের আশায় সে সুশান্ত ঘোষের দ্বারস্থ হয়। কিন্তু তাতে লাভ হয়নি। এই রাগে ফুঁসতে থাকে ধৃত। ছক কষে সুশান্তকে খুনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.