Advertisement
Advertisement

বাইপাসে গাড়ি দুর্ঘটনায় মৃত তরুণী, জখম ৫

পুলিশের অনুমান, গতি বেশি থাকাতেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷

one-killed in car-accident-at-bypass
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:September 4, 2016 12:04 pm
  • Updated:September 4, 2016 12:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভোরে বাইপাসে সল্টলেক স্টেডিয়ামের কাছে গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণীর৷ জখম হয়েছেন আরও ৫ আরোহী৷

জানা যাচ্ছে, ভোর ৪টে নাগাদ বেপরোয়া গতিতে ছুটে আসছিল গাড়িটি৷ উল্টোডাঙা যাওয়ার পথে সল্টলেক স্টেডিয়ামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা দেয় গাড়িটি৷ সঙ্গে সঙ্গেই গাড়ি থেকে ছিটকে পড়ে যান এক তরুণী৷ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ পুলিশ সূত্রে খবর, মৃতা তরুণীর নাম অহনা কর৷

Advertisement

গাড়ির চালকও গুরুতর জখম বলে জানা যাচ্ছে৷ তাঁকে ভর্তি করা হয়েছে এনআরএস-এ৷ পুলিশের অনুমান, গতি বেশি থাকাতেই নিয়ন্ত্রণ হারায় গাড়িটি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement